Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪১, ৩ ডিসেম্বর ২০২২

অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ১১ জন নিয়ে নামবে আর্জেন্টিনা

আজ খেলার প্রথম একাদশের দেখা যেতে পারে আলভারেজকে। ছবি- ইনসাইড স্পোর্ট

আজ খেলার প্রথম একাদশের দেখা যেতে পারে আলভারেজকে। ছবি- ইনসাইড স্পোর্ট

কাতারে ফিফা বিশ্বকাপে আজ থেকে শুরু হচ্ছে সুপার সিক্সটিন রাউন্ডের খেলা। নেদারল্যান্ডস-ইউএসএ -এর খেলা দিয়ে শুরু হবে নক আউট পর্বের খেলা। রাত একটায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের দৌড়ে টিকে থাকতে অস্ট্রেলিয়াকে হারানো ছাড়া আর কিছুই ভাবছেন না মেসিরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ তা সম্পর্কে জানিয়েছেন দলের কোচ স্কলানি।

অস্ট্রেলিয়া-আর্জেন্টিনা ম্যাচের পূর্বে সংবাদ সম্মেলনে স্কলানি জানিয়েছেন নকআউট পর্বে কোনো ধরনের ঝুঁকি না নিয়ে সেরা একাদশ নিয়েই মাঠে নামবেন তিনি।

পোল্যান্ডের বিপক্ষে পেশিতে চোট পাওয়ায় কিছুটা শঙ্কা আছে আনহেল দি মারিয়ার খেলা নিয়ে। শুক্রবার তিনি আলাদা অনুশীলন করেছেন। গুরুতর কিছু না হওয়ায় শনিবার শুরুর একাদশে দেখা যেতে পারে মারিয়াকে।

স্কালোনি শুক্রবার অনুশীলনের আগে বলেছিলেন, দি মারিয়ার ফিটনেস দেখে ম্যাচের আগে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

গত তিন ম্যাচেও একাদশে কম-বেশি পরিবর্তন এনেছেন স্কালোনি। সম্ভাবনা আছে এই ম্যাচেও।

মিডফিল্ডে স্কালোনির ভরসা কুড়িয়েছেন আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার ও এনজো ফার্নান্দেস। আর মেসির সঙ্গে দেখা যেতে পারে পাপু গোমেজ অথবা হোয়াকিন কোরেয়াকে।

এদিকে একাদশ মোটামুটি সেট হলেও দুশ্চিন্তা আছে টানা খেলার ধকল নিয়ে। মাত্র দুই দিনের বিরতি দিয়ে দুটি কঠিন ম্যাচ খেলতে হচ্ছে আর্জেন্টিনাকে। ফুটবলারদের ক্লান্তির বিষয়টি বিবেচনায় এনে দলে শেষ মুহূর্তে পরিবর্তন আনতে পারেন স্কালোনি।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেস, নায়ুয়েল মোলিনা/গনসালো মনতিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মার্কোস আকুনিয়া, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেস, আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেস ও পাপু গোমেজ/হোয়াকিন কোরেয়া।

আইনিউজ/এইচএ

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

Green Tea
সর্বশেষ