Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

হেলাল আহমেদ, আইনিউজ

প্রকাশিত: ১১:২৫, ৪ ডিসেম্বর ২০২২

পেলে সুস্থ এবং বেঁচে আছেন, মৃত্যুর খবর গুজব!

বেঁচে আছেন কিংবদন্তী ফুটবলার পেলে

বেঁচে আছেন কিংবদন্তী ফুটবলার পেলে

ফুটবলের ব্রাজিলিয়ান মহাতারকা মারা যান নি। অসুস্থ অবস্থায় পেলে এই সপ্তাহে হাসপাতালে ভর্তি হওয়ার পরে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। তিনি কোলন ক্যান্সারের সাথে লড়াই করছেন। শনিবার (৩ ডিসেম্বর) হাসপাতালের একটি মেডিকেল রিপোর্টে তাঁর কোলন ক্যান্সারের কথা জানানো হয়।

শীর্ষ স্থানীয় সংবাদ মাধ্যম দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদনে এই খবর নিশ্চিত করা হয়েছে। বর্তমানে পেলে সাও পাওলোর আলভার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলেও প্রতিবেদনে জানানো হয়।

আলভার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসা নেয়ার পর থেকে গত ২৪ ঘণ্টায় পেলের শরীর ভালো সাড়া দিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। গত ২৪ ঘণ্টায় তার শারিরীক অবস্থার কোনো অবনতি হয়নি।

 

এদিকে, শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে বাংলাদেশে পেলের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পেলের ছবি দিয়ে অনেকেই তাঁর মৃত্যুর খবর প্রচার করতে থাকেন। ফেসবুক স্টোরি, পোস্ট দিয়ে অনেকেই কিংবদন্তী এই খেলোয়াড়ের আত্মার শান্তিও কামনা করেন। তবে শীর্ষ স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে পেলের মৃত্যুর খবরটিকে গুজব বলা হয়েছে।

বর্তমানে পেলে সাও পাওলোর হাসপাতালে আগের চেয়ে ভালো অবস্থায় আছেন বলে জানিয়েছে তাঁর চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ড।

এর আগে গত মঙ্গলবার (২৯ নভেম্বর) পেলে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তাঁর চিকিৎসার পুনর্মূল্যায়ন করার জন্য। ২০২১ সালে তাঁর কোলন থেকে অস্ত্রোপাচার করে একটি টিউমার অপসারণের পর থেকেই এই কিংবদন্তী নিয়মিত চিকিৎসা নিয়ে যাচ্ছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখনও চিকিৎসাধীন এবং স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

উল্লেখ্য, ব্রাজিলিয়ান ফুটবল তারকা পেলে ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০ সালে ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাপ জিতেন। ফুটবলের ইতিহাসে এমন কীর্তি অন্য কোনও খেলোয়াড় অর্জন করতে পারেননি। তাছাড়া, পেলে ৯২ ম্যাচ খেলে ৭৭ গোল করেও ব্রাজিলের সর্বকালের শীর্ষ গোলদাতার রেকর্ডটি করেছেন।

আইনিউজ/এইচএ

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়