Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

সাগর জাহান

প্রকাশিত: ১২:০৩, ৪ ডিসেম্বর ২০২২

শেষ আটে আর্জেন্টিনার প্রতিপক্ষ সেই হল্যান্ড

আগামী ১০ ডিসেম্বর কোয়ার্টার ফাইনালে খেলবে আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডস

আগামী ১০ ডিসেম্বর কোয়ার্টার ফাইনালে খেলবে আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডস

২০১৪ সালে বিশ্বকাপ ফুটবল আসরে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডসের সেই খেলাটি নিশ্চই সকলের মনে আছে।  শ্বাস রুদ্ধকর এক ট্রাইবেকারের মধ্য দিয়ে সেদিন জয় পেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু সেদিনের ম্যাচের রোমাঞ্চ অনুভব করেছিলো কোটি ফুটবল ভক্ত।

২০২২ সালে কোয়ার্টার ফাইনালে শেষ লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ আবারও সেই হল্যান্ড। শেষ চারের খেলায় পৌঁছাতে তাই এবার মেসিদের লক্ষ্য পুরোনো প্রতিপক্ষকে নতুন শক্তি আর কৌশলে ধরাশয়ী করার।

কাতার বিশ্বকাপে শেষ ষোলোর প্রথম ম্যাচে মাঠে নামে নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই ম্যাচে ৩-১ গোলের জয় পেয়ে শেষ আট অর্থাৎ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নেদারল্যান্ড।

পরে রাত ১টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা এবং অস্ট্রেলিয়া। লিওনেল মেসির ক্যারিয়ারে খেলা হাজারতম এই ম্যাচে গোল পেয়েছেন স্বয়ং মেসিও। তাঁর গোলেই প্রথমে লিড পায় আর্জেন্টিনা। এরপর দলের হয়ে জয়সূচক দ্বিতীয় গোলটি করেন তরুণ তুর্কি আলভারেজ।

খেলার শেষার্ধে অস্ট্রেলিয়া এক গোল দিতে পারলেও মার্টিনেজের নৈপুণ্যে শেষ হাসি হাসে আর্জেন্টিনা। ফলে কোয়ার্টার ফাইনালে এখন তাদের প্রতিপক্ষ শেষ ষোলোর প্রথম ম্যাচের জয়ী দল নেদারল্যান্ডস।

নেদারল্যান্ডস এবং আর্জেন্টিনা এর আগেও অনেকবার মুখোমুখি হয়েছে। বিগত খেলায় দুই দলই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে মরিয়া ছিল। হট কনটেস্ট ম্যাচও হয়েছে কিছু। তাই কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে জিততে হবে পরিশ্রম করে। জেতার জন্য মরিয়া থাকবে হল্যান্ডও।

যদিও দুই দলেই এবছর রয়েছে বেশ কিছু নতুন মুখ। দলের খেলার রীতিতেও তাই স্বাভাবিকভাবেই কিছুটা পরিবর্তন এসেছে। আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের এই পরিবর্তন শেষ কার জন্য সুখের বাতাস বয়ে নিয়ে আসবে তা জানা যাবে আগামী ১০ ডিসেম্বর।

কারণ, ওইদিন হট ফেভারিট আর্জেন্টিনা এবং হল্যান্ড মাঠে নামবে। সেমিফাইনালে যেতে এই ম্যাচে দুই দলেরই জয়ের প্রয়োজন। কিন্তু শেষ হাসি কোন দল হাসবে?

আইনিউজ/এইচএ

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়