Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৯, ৪ ডিসেম্বর ২০২২

মেসির হাজারতম ম্যাচের জয়ে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল

নিজের হাজারতম ম্যাচে গোলের পর এভাবেই উদযাপন করেন মেসি। ছবি- মেসির ফেসবুক পেজ থেকে

নিজের হাজারতম ম্যাচে গোলের পর এভাবেই উদযাপন করেন মেসি। ছবি- মেসির ফেসবুক পেজ থেকে

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর খেলায় আর্জেন্টিনা যখন খেলতে নামে লিওনেল মেসির সামনে তখন ১ হাজারি ক্লাবে নাম লেখানোর রেকর্ড। রেফারি খেলা শুরুর বাঁশি বাজানো মাত্রই সেই ১ হাজার ম্যাচ খেলার রেকর্ড করে ফেলেন মেসি। বিশেষ এই ম্যাচে গোলও পান মেসি। শুধু গোলই নয়, ২-১ গোলের দারুণ এক থ্রিলিং জয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিকা।

৪ ডিসেম্বর রাত ১টায় আল রাইয়ানের আহমেদ বিন আলি স্টেডিয়ামে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা।

প্রথমবার বিশ্বকাপ ফুটবলের রাউন্ড সিক্সটিনে ওঠা অস্ট্রেলিয়ার এই ম্যাচে হারানোর কিছু ছিল না। অন্য দিকে ফেভারিটের তকমা নিয়ে বিশ্বকাপে অংশ নেয়া আর্জেন্টিনার লক্ষ্য বিশ্বকাপ জিতে বিদায়ী মেসির ক্যারিয়ারের অপূর্ণ অংশটুকু পরিপূর্ণ করে দেয়া। এমন ম্যাচেই দারুণ খেলে জয় পেয়েছে আর্জেন্টিনা।

ম্যাচের আগে কথায় উত্তাপ ছড়ানো সকারুরা মাঠেও রেখেছিল এর প্রকাশ। বল দখলের লড়াইয়ে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও যখনই সুযোগ পেয়েছে তখনই আক্রমণে উঠেছে অস্ট্রেলিয়াও।

ম্যাচের ৩৫তম মিনিটে ফ্রি-কিক থেকে নেওয়া মেসির শট রক্ষণে প্রতিহত হয়ে আবারও তার পায়ে চলে যায়। এরপর ডি-বক্সের ভেতর থেকে মেসির শট কাঁপায় অস্ট্রেলিয়ার জাল।

২০২২ সালে কোয়ার্টার ফাইনালে শেষ লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ আবারও সেই হল্যান্ড। শেষ চারের খেলায় পৌঁছাতে তাই এবার মেসিদের লক্ষ্য পুরোনো প্রতিপক্ষকে নতুন শক্তি আর কৌশলে ধরাশয়ী করার।

কাতার বিশ্বকাপে শেষ ষোলোর প্রথম ম্যাচে মাঠে নামে নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই ম্যাচে ৩-১ গোলের জয় পেয়ে শেষ আট অর্থাৎ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নেদারল্যান্ডস।

নেদারল্যান্ডস এবং আর্জেন্টিনা এর আগেও অনেকবার মুখোমুখি হয়েছে। বিগত খেলায় দুই দলই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে মরিয়া ছিল। হট কনটেস্ট ম্যাচও হয়েছে কিছু। তাই কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে জিততে হবে পরিশ্রম করে। জেতার জন্য মরিয়া থাকবে হল্যান্ডও।

যদিও দুই দলেই এবছর রয়েছে বেশ কিছু নতুন মুখ। দলের খেলার রীতিতেও তাই স্বাভাবিকভাবেই কিছুটা পরিবর্তন এসেছে। আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের এই পরিবর্তন শেষ কার জন্য সুখের বাতাস বয়ে নিয়ে আসবে তা জানা যাবে আগামী ১০ ডিসেম্বর।

আইনিউজ/এইচএ

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়