Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

হেলাল আহমেদ

প্রকাশিত: ১৭:৪৬, ৪ ডিসেম্বর ২০২২

অঘটনের শিক্ষা নিয়ে পোল্যান্ডের বিপক্ষে নামবে ফ্রান্স

রোববার (৪ ডিসেম্বর) রাত ৯টায় মুখোমুখি হবে ফ্রান্স এবং পোল্যান্ড

রোববার (৪ ডিসেম্বর) রাত ৯টায় মুখোমুখি হবে ফ্রান্স এবং পোল্যান্ড

তিউনেশিয়ার সাথে অঘটনের শিকার হয়ে হারের মুখ দেখে রাউন্ড সিক্সটিনে আজ মাঠে নামছে এমবাপ্পের দল ফ্রান্স। তাদের প্রতিপক্ষ গ্রুপ পর্বে আর্জেন্টিনার কাছে হেরে আসে পোল্যান্ড। আজ (৪ ডিসেম্বর) রাত ৯টায় আল থুমামা স্টেডিয়ামে পরের পর্বে খেলা নিশ্চিত করতে মাঠে নামবে দল দুইটি। দুই দলেরই সুযোগ আছে পূর্বের ম্যাচের হার থেকে শিক্ষা নিয়ে এই ম্যাচে আরও ভালো করার।

তিউনেশিয়ার কাছে হারের পর অনেকটা সতর্ক হয়েই আজ নক আউট পর্বের খেলা শুরু করবে ফ্রান্স। তিউনেশিয়ার মতো দুর্বল দলের কাছে এমন হারের পর পোলিশদের বিপক্ষে বিশেষ সতর্ক থাকাই স্বাভাবিক।

অন্যদিকে আর্জেন্টিনার সাথে হেরেও রাউন্ড সিক্সটিনে খেলতে এসেছে পোল্যান্ড। দলে আছেন সিনিয়র তারকা লেভেনডস্কি। বিশ্বকাপ নিতে মরীয়া পোলিশরাও ফ্রান্সের আক্রমণভাগ সামলাতে ছক কষছে রক্ষণের খেলোয়াড়দের নিয়ে।

যদিও সমীকরণে জয়ের দৌড়ে এগিয়ে গ্রিজম্যান-এমবাপ্পের ফ্রান্স। এই ম্যাচে ৭৩ ভাগ জেতার সুযোগ রয়েছে ফ্রান্সের। ম্যাচটি ড্র হবার সম্ভাবনা আছে ১৭ শতাংশ। বাকি ১০ ভাগ সুযোগ থাকবে পোলিশদের জয়ের জন্য।

আইনিউজ/এইচএ

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়