Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

হেলাল আহমেদ, আইনিউজ

প্রকাশিত: ১২:০৪, ৭ ডিসেম্বর ২০২২

ভারত বধ করে সিরিজ জিততে পারবে বাংলাদেশ?

টস করছেন লিটন কুমার দাস। পুরোনো খেলার ছবি।

টস করছেন লিটন কুমার দাস। পুরোনো খেলার ছবি।

প্রথম ওয়ান ডে ম্যাচে ভারতের ব্যাটারদের দমিয়ে রাখতে সক্ষম হয়েছিল বাংলাদেশের ছেলেরা। বিনিময়ে ছোট রানের টার্গেটে চাপহীন ব্যাটিং শুরুর সুযোগ পেয়েছিলো। তবে উইকেট হারিয়ে বড় ধরনের নাটকীয়তা শেষে মেহেদী হাসান মিরাজের ব্যাটিং মুন্সিয়ানায় সিরিজের প্রথম ম্যাচেই ঐতিহাসিক জয় তোলে নিয়েছে বাংলাদেশ। আজ দুই দল মাঠে নামবে সিরিজের দ্বিতীয় ম্যাচে। টাইগারদের কোচ ডোমিঙ্গ বলেছেন, আজকের ম্যাচে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করতে চায় বাংলাদেশ।

প্রশ্ন হলো এক ম্যাচ হারার ক্ষত নিয়ে দ্বিগুণ ভয়ংকর হয়ে যাওয়া ভারতকে দ্বিতীয় ম্যাচেও কি হারাতে পারবে বাংলাদেশ? নাকি আজকের ম্যাচ দিয়েই বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়াবে বিরাট-কোহলি রাহুলরা।

বাংলাদেশ দলে আজকে আনা হয়েছে পরিবর্তন। নাজমুল হোসেন শান্তকে নামিয়ে এনামুল হক বিজয়কে তার জায়গায় ওপেনিংয়ে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন কোচ ডোমিঙ্গো। এনামুল প্রথম ম্যাচে মুটামুটি রান করেও দলে জায়গা করে নিয়েছেন। তবে গত ম্যাচে শান্ত ছিলেন একেবারেই ফর্মহীন। খেলার প্রথম বলেই আউট হয়ে ফিরে গিয়েছিলেন তিনি।

ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটারদের কাছ থেকে ভালো পারফরমেন্সের আশা করছেন ডোমিঙ্গো। কারণ, এক ম্যাচ বাকী রেখেই শক্তিশালী ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করতে চান তিনি।

ডোমিঙ্গো জানান, সিরিজে ভারতকে ঘুড়ে দাঁড়ানোর কোন সুযোগ দিতে চান না। এজন্য দ্বিতীয় ম্যাচে জয় খুব প্রয়োজন টাইগারদের।

কোচের মতে, সিরিজ জয় নিশ্চিত করতে হলে ব্যাটারদের আরও ভাল পারফরমেন্স প্রদর্শন করা প্রয়োজন। প্রথম ম্যাচে  ব্যাটারদের ব্যর্থতায় হারের মুখে পড়ে যায় বাংলাদেশ। কিন্তু মেহেদি হাসান মিরাজের ব্যাটিং দৃঢ়তায় শেষ উইকেটে ৫১ রানের জুটি দলকে জয়ের স্বাদ দেয়।

সর্বশেষ ২০১৫ সালে ঘরের মাঠে ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে ক্রিকেটের যেকোন ফরম্যাটে একমাত্র সিরিজ জয় টাইগারদের।

ডোমিঙ্গো বলেন, ‘প্রথম ওয়ানডের জয় নিয়ে চিন্তা না করে বর্তমানের মধ্যে থাকার জন্য মঙ্গলবার অনুশীলনের সময় আমি দলের সাথে দীর্ঘ আলোচনা করেছি। ছেলেরা আনন্দিত ছিল। ঠিক তাই। কিন্তু আজ এসো, ঐটা শেষ হয়েছে। আমাদের একটি ভাল দীর্ঘ আলোচনা হয়েছে। আমাদের প্রতিটি বিভাগে উন্নতি করার চেষ্টা করতে হবে। কারণ আমরা জানি এটি কঠিন খেলা হবে।

মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে চিন্তিত ছিলেন না ডোমিঙ্গো। তাদের রক্ষণাত্মক ব্যাটিং প্রথম ওয়ানডেতে সমস্যায় ফেলেছিল বাংলাদেশকে। মুশফিক ৪৫ বলে ১৮ এবং মাহমুদুল্লাহ ৩৫ বলে ১৪ রান করেন।

তিনি বলেন, ‘প্রথমত, আমি আমার খেলোয়াড়দের পক্ষে থাকতে চাই। জিম্বাবুয়েতে গত দুই ম্যাচে মাহমুদুল্লাহ ৮০ এবং ৩৯ রান করেছেন। আমি এখন এটি বলতে চাই না (তাদের পরিবর্তনের সময় এসেছে)। উভয় খেলোয়াড়ই তাদের ক্যারিয়ারের এমন সময় এসেছে যখন তারা রানের জন্য ক্ষুধার্ত।’

ডোমিঙ্গো বলেন, ‘এক ওয়ানডে আগেই ৮০ রান করেছিলেন মাহমুদুল্লাহ। এই মুহূর্তে তাকে নিয়ে আমার কোন উদ্বেগ নেই। সব খেলোয়াড়ই তাদের ক্যারিয়ারের এক পর্যায়ে এই পরিস্থিতি অতিক্রম করে। তার ব্যাটিং সক্ষমতা নিয়ে আমার  আস্থা  আছে।’

আইনিউজ/এইচএ

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়