Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৫, ১২ ডিসেম্বর ২০২২

আর্জেন্টিনাকে হারাতে মরীয়া ক্রোয়েশিয়া : মদরিচ

মঙ্গলবার রাত ১টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়া

মঙ্গলবার রাত ১টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়া

আগামীকাল মঙ্গলবার রাত ১টায় কাতার বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়া। মেসির হাতে অধরা বিশ্বকাপ তোলে দিতে মরীয়া আর্জেন্টিনাকে হারাতে উন্মুখ হয়ে আছে ক্রোয়েশিয়া। ম্যাচের আগে সংবাদ মাধ্যমকে জানালেন দলের অভিজ্ঞ তারকা ফুটবলার লুকা মদরিচ। বলেছেন- লিওনেল মেসি আর্জেন্টিনার সবচেয়ে বড় অস্ত্র। সেই অস্ত্রের বিপক্ষে বিশ্বকাপের সেরা ম্যাচটি খেলতে প্রস্তুত আমরা।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে বিদায় করে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠেছে ক্রোয়েশিয়া। শেষ চারে তাদের প্রতিপক্ষ আরেক লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা।

স্প্যানিশ এক গণমাধ্যমকে ৩৭ বছর বয়সী লুকা বলেছেন, ‘আর্জেন্টিনার বিপক্ষে খেলতে তর সইছে না। ওদের বড় শক্তি মেসি দারুণ ফর্মে রয়েছেন। ওর বিরুদ্ধে লড়াই করা কঠিন হবে। কিন্তু আমরা প্রস্তুত। জীবনের সেরা ম্যাচটা কাল খেলতে চাই আমরা। আশা করি ফাইনালে উঠতে পারব। ক্রোয়েশিয়ার জাতীয় দলে, রিয়াল মাদ্রিদের মতোই ডিএনএ রয়েছে। যারা সবসময় শেষ দেখেই ছাড়ে। কখনও হাল ছাড়ে না।’

বিশ্বকাপে দুই দলের এটি তৃতীয় লড়াই হতে যাচ্ছে। তবে নক আউট পর্বে এটাই প্রথম সাক্ষাৎ। ১৯৯৮ সালে আর্জেন্টাইনরা ১-০ গোলে গ্রুপ পর্বে ক্রোয়েশিয়াকে হারায়।

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে ৩-০ গোলে বড় পরাজয় দেখেছিলেন মেসিরা। চার বছর আগে বড় ব্যবধানে হারের যন্ত্রণা নিয়েই বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোটদের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

আইনিউজ/এইচএ

৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়