Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:২০, ১৫ ডিসেম্বর ২০২২

আর্জেন্টিনার বিপক্ষে একাদশে থাকতে পারেন করিম বেনজেমা!

ফরাসি ফুটবলার করিম বেনজেমা। ছবি- MARCA

ফরাসি ফুটবলার করিম বেনজেমা। ছবি- MARCA

কাতার বিশ্বকাপের সূচনালগ্নেই ইঞ্জুরির কবলে পড়ে আসরে একটি ম্যাচও খেলা হয়নি সময়ের অন্যতম আরেক ফরাসি ফুটবলার করিম বেনজেমার। ইঞ্জুরির কারণে বিশ্বকাপের একটি ম্যাচেও ফ্রান্সের হয়ে একাদশে দেখা যায়নি বেনজেমাকে। তবে ২৬ সদস্যের তালিকা থেকে বাদও পড়েন নি তিনি। রাখা হয়েছিল মোক্ষম বুঝে বেনজেমাকে খেলানোর জন্য। এবার যেন সেই সময় এল। আসরে কোনো ম্যাচ না খেললেও ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে বেনজেমাকে একাদশে দেখা যেতে পারে বলে গুঞ্জন ওঠেছে।

তবে এ ব্যাপারে দলের তরফে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বুধবার (১৪ ডিসেম্বর) মরক্কোকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। ম্যাচের পর কোচ দিদিয়ের দেশমের কাছে প্রশ্ন রাখা হয়েছিল বেনজেমাকে নিয়ে। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি ফ্রান্স কোচ।

এর আগেও বেশ কয়েকবার প্রশ্ন করা হলে এড়িয়ে গেছেন দেশম। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগেও ধোঁয়াশা রেখে দিলেন। আকাশী-সাদাদের বাড়তি চাপে রাখার কোনো কৌশল কি না সেটি নিয়েও আলোচনা হচ্ছে।

বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে ফ্রান্স কোচ অবশ্য একটু বিরক্তি প্রকাশ করেন, ‘আমি সত্যিই এই প্রশ্নের উত্তর দিতে চাই না। ক্ষমা করবেন। পরবর্তী প্রশ্ন প্লিজ।’

বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে বেনজেমা ইনজুরিতে পড়ায় ফ্রান্স কোচের সামনে সুযোগ ছিল তার বদলি হিসেবে নতুন কাউকে দলে নেয়ার। তবে রিয়াল মাদ্রিদের এ তারকার বদলি হিসেবে কাউকে ডাকেননি তিনি।

ফিফার নিয়ম অনুযায়ী, যেহেতু বেনজেমার বদলি হিসেবে কাউকে দলে নেয়া হয়নি। আর তাই তার ফিরতে কোনো বাধা নেই। তিনি চাইলে যে কোনো সময় আবার দলে ফিরতে পারবেন, ফ্রান্স বিশ্বকাপ জিতলে পাবেন পদকও।

এদিকে, বেনজেমা সত্যি সত্যি ফাইনালে ফিরলে জায়গা ছেড়ে দিতে হবে ওলিভার জিরুদকে। যিনি চলতি বিশ্বকাপে চার গোল দিয়ে আছেন গোল্ডেন বুটের লড়াইয়ে। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের নায়কও জিরুদ।

আইনিউজ/এইচএ

৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়