Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:০৩, ১৭ ডিসেম্বর ২০২২

বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে বাংলাদেশকে

মাঠে ভারতীয় ক্রিকেটারদের উল্লাস। ছবি- ক্রিকেট এডিক্টর

মাঠে ভারতীয় ক্রিকেটারদের উল্লাস। ছবি- ক্রিকেট এডিক্টর

ভারতের বিপক্ষে প্রথম টেস্টেই পাহাড়সম রানের সামনে পড়েছে টেস্টে অদক্ষ বাংলাদেশ। জিততে হলে করতে হবে বিশ্বরেকর্ড। কেননা, জেতার জন্য টপকাতে হবে ৫১৩ রানের চ্যালেঞ্জ। এই সমীকরণ মাথায় নিয়ে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে ব্যাটিংয়ে বাংলাদেশ। চতুর্থ দিন ব্যাট করতে নেমে ফিফটির দেখা পেয়েছেন বাংলাদেশি নাজমুল হোসেন শান্ত।

চতুর্থ দিনে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই সাবলীল খেলতে থাকেন দুই ওপেনার শান্ত ও জাকির হাসান। এদের মধ্যে শান্ত ছিলেন বেশ সলিড। সাবলীল ব্যাটিং করে ইনিংসের ৩১তম ওভারে আশ্বিনের বলে সিঙ্গেল নিয়ে পঞ্চাশের ঘরে পা রেখেন এই বাঁহাতি।

শান্তর ১০৯ বলের ইনিংসে ছিল ৬টি চারের মার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শান্ত ও জাকির মিলে অবিচ্ছিন্ন ৯০ রানের জুটি গড়েছেন। শান্ত ৫১ ও জাকির অপরাজিত আছেন ৩৮ রানে।

এর আগে চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২৫৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ভারত। ফলে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ৫১৩ রানের। এই টেস্টে জিততে হলে বাংলাদেশকে বিশ্বরেকর্ড গড়তে হবে।

প্রথম ইনিংসে ৮ উইকেটে ১৩৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। সেখান থেকে আর বেশিদূর এগোতে পারেনি টাইগাররা। ৫৫.৫ ওভার খেলে অলআউট হয় ১৫০ রানে। শেষ ব্যাটার হিসেবে আউট হন মেহেদি হাসান মিরাজ (২৫)।

ভারতের কুলদ্বীপ যাদব ৪০ রান দিয়ে শিকার করেন ৫ উইকেট। ৩ উইকেট মোহাম্মদ সিরাজের।

প্রথম ইনিংসে ৪০৪ করা ভারত বাংলাদেশকে ফলোঅন না করিয়ে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামে। এবার টাইগার বোলারদের পাত্তাই দেয়নি অতিথিরা। অধিনায়ক লোকেশ রাহুলকে ব্যক্তিগত ২৩ রানে ফেরান খালেদ আহমেদ। শুভমান গিলের ১৫২ বলে ১০ চার ৩ ছক্কায় ১১০ ও পূজার ১৩০ বলে ১৩ বাউন্ডারিতে ১০২ রানে ভর করে রান পাহাড়ে পৌছায় সফরকারীয়া।

আইনিউজ/এইচএ

৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়