Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৮, ১৭ ডিসেম্বর ২০২২

ইঞ্জুরি থাকলেও ফাইনালে খেলতে দেখা যাবে মেসিকে

গুঞ্জন ওঠেছিলো মেসির হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে। ছবি- সংগৃহীত

গুঞ্জন ওঠেছিলো মেসির হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে। ছবি- সংগৃহীত

আর মাত্র কিছু ঘণ্টা। ইতিমধ্যে শেষ মুহূর্তের অনুশীলন, কর্মপরিকল্পনা সবই করে নিচ্ছে দুই ফাইনালিস্ট দল আর্জেন্টিনা এবং ফ্রান্স। কিন্তু এমন ম্যাচের একদিন আগেই দলের প্রাণভোমরা লিওনেল মেসিকে বিশ্রামে দেখতে পেয়ে অনেকেই প্রশ্ন তোলছেন তবে কী ফাইনালে মেসির খেলা অনিশ্চিত। অবশ্য সে প্রশ্নের উত্তর দিলেন লিওনেল স্কলানি নিজেই। জানিয়েছেন ইঞ্জুরি থাকলেও ফাইনালে খেলতে বাধা নেই মেসির। প্রথমার্ধের একাদশেই দেখা যাবে মেসিকে।

ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমি ফাইনালে মাঠে বেশ কয়েকবার পায়ে হাত দিতে দেখা গিয়েছিল মেসিকে। বেশ কয়েকবার দাঁড়িয়ে বাম পায়ে ম্যাসেজও করতে দেখা গিয়েছিল তাকে। গুঞ্জন ওঠে মেসির হ্যামস্ট্রিং ইনজুরির।

গত বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) মেসি দলের সঙ্গে অনুশীলন করা থেকে বিরত ছিলেন। আর তাতেই গুঞ্জনটি আরও ঘনীভূত হয়ে ওঠে। একইসঙ্গে শঙ্কা জাগে ফ্রান্সের বিপক্ষে ফাইনালে মেসির না থাকা নিয়েও।

তবে কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, ‘যেমনটা আপনাদের কাছে এসেছে তেমন কিছুই হয়নি। ফাইনালে মেসির না খেলার কোনো কারণ নেই।’

তবে ইনজুরি মেসির রয়েছে ঠিকই। আর বেশ কিছু স্প্যানিশ সংবাদমাধ্যম টিম ম্যানেজমেন্টের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ইতোমধ্যে। সেটি খুব বেশি গুরুতর নয়।

তাহলে কেন অনুশীলনে অন্যদের সঙ্গে দেখা যায়নি মেসিকে? আসলে ফ্রান্সের বিপক্ষে প্রথমার্ধের একাদশ নয় শুধু, গোটা খেলায়ই মেসিকে কতোটা প্রয়োজন তা জানেন কোচ স্কলানি। আর তাই ফাইনাল খেলার আগে এই চোট যেন আর না বাড়ে সেজন্যই অনুশীলনে নামানো হয়নি মেসিকে। দেয়া হয়েছে বিশ্রাম।

এদিকে এরইমধ্যে ফাইনাল নিজের জাতীয় ক্যারিয়ারের শেষ ম্যাচ হবে ঘোষণা দিয়েছেন মেসি। মরীয়া হয়ে আছেন বিশ্বকাপের ট্রফি জেতার জন্য। এই ট্রফিটাই শুধু এখনো অধরা রয়ে গেছে বিশ্বসেরা এই ফুটবলারের। পুরো আর্জেন্টিনা দলেরই চাওয়া এমন তারকার হাতে অন্তত একবার ওই সোনালী ট্রফি এনে দেয়া। এজন্য প্রস্তুত আর্জেন্টিনাও। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে একটি হাড্ডাহাড্ডি লড়াইর জন্য অপেক্ষা করছে গোটা ফুটবল বিশ্বও।

আইনিউজ/এইচএ

৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়