স্পোর্টস ডেস্ক
আপডেট: ১৫:৪৬, ১৮ ডিসেম্বর ২০২২
"ক্যামেল ফ্লুতে" আক্রান্ত ফ্রান্সের কয়েকজন খেলোয়াড়

অনুশীলনে ফ্রান্স ফুটবল দল। ছবি- সংগৃহীত
আজ রাত নয়টায় লুসাইল স্টেডিয়ামে ফাইনালে ট্রফি জেতার লড়াইয়ে নামবে আর্জেন্টিনা-ফ্রান্স। কিন্তু এর বেশ কিছুদিন আগে থেকেই ফ্রান্স শিবিরে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মরু দেশের রোগ ক্যামেল ফ্লু
। জানা গেছে, ফ্রান্সের মূল দলের বেশকিছু খেলোয়াড় এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ভোগছেন। ফলে আর্জেন্টিনার বিপক্ষে খেলার একাদশে আসতে পারে পরিবর্তন।
সেমি-ফাইনালের আগেই 'ক্যামেল ফ্লু'তে আক্রান্ত হয়েছিলেন ওট উপামেকানো ও আদ্রিয়েন রাবিও। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সে তালিকায় যোগ দেন কিংসলে কোমান। শুক্রবার জানা গেল নতুন করে আরও দুই খেলোয়াড় আক্রান্ত হয়েছেন এই ফ্লুতে। অথচ বিশ্বকাপ ফাইনালের আগে বাকি মাত্র দুইদিন।
এদিন ফ্রান্সের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম তাদের সংবাদে জানিয়েছে নতুন করে ক্যামেল ফ্লু'তে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের দুই সেন্টার ব্যাক রাফায়েল ভারানে ও ইব্রাহিমা কোনাতে। উপামেকানো না থাকায় সেমি-ফাইনালে এ দুই ডিফেন্ডারই খেলেছিলেন মরক্কোর বিপক্ষে।
তবে এ দুই খেলোয়াড়ের মধ্যে খুবই হালকা উপসর্গ দেখা গিয়েছে। অবশ্য ভারানের চেয়ে কোনাতের মধ্যে লক্ষণ কিছুটা বেশি। তবে আলাদা করে রাখা হয়েছে তাদের। ব্লুজদের কর্মীরা সতর্কতার সঙ্গে আগামী কয়েক ঘণ্টা তাদের পর্যবেক্ষণ করবেন। এরপরই জানা যাবে আদৌ তারা খেলতে পারবেন কি-না। তবে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টায় অনুশীলন করার কথা রয়েছে তাদের।
মূলত মরুর দেশ কাতারের স্টেডিয়ামগুলোকে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে অসুস্থ হয়ে পড়ছেন বলেই ধারণা করছেন বিশেষজ্ঞরা। এসির ঠাণ্ডা বাতাসে এ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন খেলোয়াড়সহ অনেক সমর্থকও। অবস্থা এতোটাই কঠিন হয়েছে যে প্রচণ্ড ঠাণ্ডা থেকে উতরে উঠতে হিমশিম খেয়েছেন বিশ্বকাপে অংশগ্রহণকারী অনেক সমর্থক। ফলে বাধ্য হয়ে দেশে ফিরেছেন তারা।
কাতারের লুসাইল স্টেডিয়ামে আগামী রোববার রাতে বিশ্বকাপ ধরে রাখার মিশনে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স।
এদিকে ফাইনালের আগে আর্জেন্টিনার লিওনেল মেসির চোট নিয়ে যে গুঞ্জন ওঠেছিল তা উড়িয়ে দিয়েছেন কোচ স্কলানি। সব শঙ্কা উড়িয়ে স্কলানি জানিয়েছেন- ইঞ্জুরি থাকলেও ফাইনালে খেলবেন লিও। তবে দলের আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ডি মারিয়াকে নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা।
ডি মারিয়ার আগের চোট এখনো ভোগাচ্ছে তাকে। সেমিফাইনালে দেখা যায়নি একাদশে। বসেছিলেন সাইড বেঞ্চে। ফাইনাল খেলায়ও এই সিনিয়র তারকা ফুটবলার সাইড বেঞ্চে বসে থাকবেন কিনা তা নিয়ে আছে শঙ্কা। কারণ, এখনো সেড়ে ওঠেনি মারিয়ার চোট।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা