Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:২৭, ১৮ ডিসেম্বর ২০২২

যেভাবে ফাইনালে উঠল আর্জেন্টিনা

আর্জেন্টিনার রোড টু ফাইনাল, কাতার বিশ্বকাপ। ছবি- সংগৃহীত

আর্জেন্টিনার রোড টু ফাইনাল, কাতার বিশ্বকাপ। ছবি- সংগৃহীত

আজ রাত ৯টায় বিশ্বকাপের ফাইনাল খেলা। মুখোমুখি হবে ফুটবলের দুই পরাশক্তি দল আর্জেন্টিনা এবং ফ্রান্স। শেষবারের মতো আজও হাউইবাজির মতো ছিটকে উঠবে বিশ্বকাপের আঁতশবাজি। তাতে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে মহামঞ্চের মহারণের। তার আগে দেখে নেয়া যাক যেভাবে ফাইনালের মঞ্চে পৌছালো আর্জেন্টিনা।

টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপ খেলতে আসে আর্জেন্টিনা। তবে নিজেদের প্রথম ম্যাচেই অঘটনের শিকার হয় তারা। সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে আসর থেকে ছিটকে পড়ার শঙ্কায় পরে দলটি। তবে আকাশি-নীলদের প্রত্যাবর্তনটা হয়েছে স্বপ্নের মতো দারুণভাবে।

গ্রুপের বাকি দুই ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের জয়ের পর আলবিসেলেস্তেরা একই ব্যবধানে হারায় পোল্যান্ডকেও। দুটো ম্যাচেই আর্জেন্টিনার ত্রাতা ছিলেন লিওনেল মেসি। সৌদি আরবের বিপক্ষে হারের ম্যাচে যে মেসি ছিলেন বিবর্ণ, পরের ম্যাচগুলোতে তিনি ফিরলেন চেনা ছন্দে।

মেক্সিকোর বিপক্ষে ১টি গোল করার পাশাপাশি এনজো ফার্নান্দেজকে দিয়ে করিয়েছেন আরেকটি। ম্যাচজুড়ে খেলে জয়ে রাখেন গুরুত্বপূর্ণ অবদান। তাতে গ্রুপ পর্ব থেকে বিদায়ের আশংকায় থাকা দলটি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পৌছে যায় রাউন্ড অব সিক্সটিনে।

রাউন্ড অব সিক্সটিনে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে উড়িয়ে দিলো মেসির দল। এই ম্যাচ দিয়ে বিশ্বকাপে নকআউটে গোলখরা কাটান মেসি। সেই সঙ্গে দলের হয়ে প্রথম গোলটি করে  ৯ গোল নিয়ে টপকে যান আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে।

কোয়ার্টার ফাইনালে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয় আলবিসিলেস্তেদের। এই ম্যাচে গোল করে বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে স্পর্শ করেন মেসি। ১০ গোল করে দুজনই দলটির ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা।

ম্যাচের ৮২ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেও নির্ধারিত সময়ে স্কোরলাইন ২-২ করে ফেলে নেদারল্যান্ডস। অতিরিক্ত সময়েও কিছ না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে এমিলিয়ানো মার্টিনেজের বীরত্বে ছিটকে যায় ডাচরা। সেমিফাইনাল নিশ্চিত করে আকাশি-সাদারা।

সেমিফাইনালে গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়াকে হেসেখেলে উড়িয়ে দেন মেসিরা। ম্যাচে লিওনেল মেসি-জুলিয়ান আলভারেজের নৈপুর্ন্যে ম্যাচে সুবিধাই করতে পারেনি লুকা মদরিচরা। ৩-০ গোলে হারিয়ে এবারের বিশ্বকাপের প্রথম দল হিসেবে ফাইনালে উঠে আর্জেন্টিনা।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়