Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৮, ২৫ ডিসেম্বর ২০২২

লিওনেল মেসির বড়দিনের পার্টি, আছেন বিশেষ এক অতিথি

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আর্জেন্টিনার ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপের শিরোপা জয়ের উত্তাপ এখনো পুরোদমে কাটেনি। নিজের ব্যক্তিগত ক্যারিয়ারের অধরা এই স্বপ্নের ট্রফি জিতে আপ্লুত বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি নিজেও। শোনা গেলে এবার নিজ জন্মভূমি রোজারিওতে এবার বিশাল এক পার্টির আয়োজন করছেন লিওনেল মেসি। আমন্ত্রিত থাকছেন মেসির বিশেষ সব বন্ধু-বান্ধবরা।

ব্যক্তিগত জীবনে স্ত্রী ও ৩ সন্তান রয়েছে মেসির। ছোটবেলার বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জোকে ২০১৭ সালে বিয়ে করেন তিনি। ফুটবলের বাইরে পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বজয়ের আনন্দের জোয়ারে ভাসছে মেসির পরিবার। তাই বিশেষভাবে বড়দিন পালনের পরিকল্পনা করেছেন আর্জেন্টাইন মহাতারকা।

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন মেসি-সুয়ারেজ। চোখের জলে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিলেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ। কিন্তু তার প্রিয়বন্ধু মেসি জিতে নিয়েছেন বিশ্বকাপ। আজ রোববার (২৫ ডিসেম্বর) খ্রিস্টান ধর্মের অনুসারীদের অন্যতম বড় উৎসব বড়দিন। বিশেষ এই দিনে মেসির আনন্দ বাড়িয়ে দিতে রোজারিও গেছেন সুয়ারেজ।

রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ব্যক্তিগত বিমানে রোজারিওতে পৌঁছেন সুয়ারেজ। সঙ্গে স্ত্রী সোফিয়া বালবি ও সন্তানদেরও নিয়ে এসেছেন সুয়ারেজ। এবারের বড়দিনে মেসির বিশেষ অতিথি সপরিবার সুয়ারেজ। রোজারিওর বাড়িতে বড়দিন প্রিয় বন্ধুর সঙ্গে কাটানোর পরিকল্পনা করেছেন আর্জেন্টিনার অধিনায়ক।

তবে শুধু সুয়ারেজ ও তার পরিবারই নয়, মেসির বড়দিনের পার্টিতে আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন আরও কয়েকজন পরিচিত ক্রীড়া ব্যক্তিত্ব। তারা হলেন, আর্জেন্টিনার সাবেক তারকা সের্হিও আগুয়েরো ও স্পেনের সাবেক তারকা আন্দ্রেস ইনিয়েস্তাও।

পার্টিতে দেখা যেতে পারে বিশ্বজয়ী দলের একাধিক সতীর্থকেও। বাড়ির কাছেই কেন্টাকি কান্ট্রি ক্লাবে বড়দিন পালনের আয়োজন করেছেন মেসি। এটা বলাই বাহুল্য যে, মেসির বড়দিনটা এবার জমজমাট কাটবে। এরপরই শুরু হয়ে যাবে ক্লাব ফুটবলের ব্যস্ততা।

আইনিউজে আরও পড়ুন-


দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়