Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:৩০, ৭ জানুয়ারি ২০২৩

আইসিসি র‍্যাংকিংয়ে কোহলিদের ছাড়িয়ে লিটন, পিছিয়েছেন মুশফিক

বাংলাদেশি ক্রিকেটার লিটন কুমার দাস। ছবি- সংগৃহীত

বাংলাদেশি ক্রিকেটার লিটন কুমার দাস। ছবি- সংগৃহীত

২০২২ সালের গোটা সময়টাই যেন ব্যাটের ওপর রাজত্ব করেছেন বাংলাদেশি ক্রিকেটার লিটন কুমার দাস। ফলে অর্জন করেছে বেশকিছু সেরাদের খ্যাতিও। সে বছরের জুনে টেস্ট ব্যাটারদের র‍্যাংকিংয়ে বাংলাদেশের ইতিহাসে সেরা অবস্থানে উঠে এসেছিলেন লিটন দাস।

২০২২ সালে ৭২৪ পয়েন্ট নিয়ে ১২তম অবস্থানে ছিলেন লিটন। টেস্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশি কোনো ব্যাটারের এটাই ছিল এতদিন সেরা অবস্থান। কিন্তু ২০২৩ সালের জানুয়ারিতেই নতুন হালনাগাদ করা টেস্ট ব্যাটারদের র‍্যাংকিংয়ে ১১ নম্বরে উঠে এসেছেন লিটন দাস।

তবে অন্যদিকে তুলনায় লিটনের চেয়ে অভিজ্ঞ টেস্ট খেলোয়াড় মুশফিকুর রহিমের ক্ষেত্রে ঘটেছে অবনতির ঘটনা। টেস্ট র‍্যাংকিংয়ে পিছিয়েছেন এই ক্রিকেটার।  দুই ধাপ করে পিছিয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। মুশফিক ২২ আর সাকিব এখন ৪২ নম্বরে।

কিন্তু লিটনের দিকে চোখে ফেরালে দেখা যাবে ঈর্ষণীয় সাফল্য। আইসিসির সবশেষ হালনাগাদকৃত টেস্ট ব্যাটিং র‍্যাংকিংয়ে লিটন ৭০১ রেটিং পয়েন্ট নিয়ে ১১ নম্বরে। এই র‍্যাংকিংয়ে উঠে আসতে লিটন পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা, ডেভিড ওয়ার্নার এবং ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলির মতো খেলোয়াড়দের।

২০২২ সালে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন লিটন দাস। ব্যাট হাতে এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ রানের রেকর্ড। এরপর নতুন এই বছরের জানুয়ারিতেই উঠে আসেন ১১ নম্বরে। উসমান খাজাকে টপকে লিটনের পয়েন্ট এখন ৭০২। পেছনে অবস্থান করা খাজার পয়েন্ট ৭০০।

আইসিসির সবশেষ হালনাগাদকৃত টেস্ট ব্যাটিং র‍্যাংকিংয়ে৯২৫ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট ব্যাটিং র‍্যাংকিংয়ের শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। দুইয়ে তার স্বদেশী স্টিভেন স্মিথ আর তিনে পাকিস্তানের বাবর আজম।

আই নিউজ/এইচএ

Eye News YouTube Video

প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী | Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়