Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:০৫, ১২ জানুয়ারি ২০২৩

বিসিবি শীর্ষ কর্তাদের পাপনের হঠাৎ গোপন বৈঠক

বৈঠকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ফাইল ছবি

বৈঠকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ফাইল ছবি

দেশে এখন চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের (বিপিএল) নবম আসর। ১৩ জানুয়ারি চট্টগ্রামে শুরু হবে আসরের দ্বিতীয় পর্বের খেলা। বিপিএলের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে দেশের আলোচনায় অলরাউন্ডার সাকিব আল হাসানও। এরইমাঝে আজ হঠাৎ করে বিসিবির শীর্ষ কর্তাদের নিয়ে গোপন বৈঠকে বসেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।

আজ রাজধানী ঢাকায় ওয়েস্টিন হোটেলে  বিসিবির শীর্ষ কর্তাদের নিয়ে এ বৈঠকে বসেছেন পাপন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন, পরিচালক জালাল ইউনুস, খালেদ মাহমুদ সুজন, ইসমাইল হায়দার মল্লিকসহ শীর্ষ কর্তারা আছেন এই বৈঠকে। তবে ঠিক কী নিয়ে এমন আচানক বৈঠক তা এখনো পরিষ্কারভাবে জানা যায়নি।

বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন দুপুর ১টা টানা নাগাদ সেখানে উপস্থিত হয়েছেন বলে জানা গেছে। চট্টগ্রামে বিপিএল রেখে সবাই হঠাৎ রাজধানী ঢাকার একটি হোটেলে সমবেত কেন? মিডিয়া পাড়ায় গুঞ্জন, প্রাণচাঞ্চল্য।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, হেড কোচ নিয়েই কথাবার্তা চলছে। কে জানে, আজই চূড়ান্ত হয়ে যেতে পারে বাংলাদেশের হেড কোচ।

আগেই জানা, চন্ডিকা হাথুরুসিংহেকে আবার হেড কোচ হিসেবে পেতে আগ্রহী বিসিবি। তার সাথে কথাবার্তা অনেকদূর এগিয়েছে। আজ (বৃহস্পতিবার) তা আনুষ্ঠানিক সিদ্ধান্তে রূপ নিতে পারে বলে এক সূত্রে জানা গেছে।

আই নিউজ/এইচএ

Eye News YouTube Video

প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী | Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়