সাগর জাহান
বিপিএলের চট্টগ্রাম পর্বেও আলোচনায় সাকিব

আম্পায়ারের সাথে বিতর্কে জড়িয়ে যান সাকিব আল হাসান।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএক) ক্রিকেটের চট্টগ্রাম পর্ব শুরু হবে আগামীকাল শুক্রবার (১৩ জানুয়ারি)। এরিমধ্যে সাগড় পাড়ে চলে এসেছে বিপিএলের দলগুলো। ঢাকা পর্বের খেলায় বেশকিছু কারণে আলোচনায়-সমালোচনায় ছিলেন বরিশাল দলের সাকিব আল হাসান। শোনা গেল চট্টগ্রাম টেস্টে এসেও আলোচনায় সাকিব। তবে এবার মাঠের বিষয় নয়, বিষয়টা বিজ্ঞাপন এবং সাকিবকে নিয়ে।
আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে সাকিবের দল বরিশালের অন্য খেলোয়াড়রা যখন প্র্যাকটিস সেরেছেন সাকিব তখনো ঢাকায়। সবাই চট্টগ্রামে এসে অনুশীলনে নামলেও সাকিব আল হাসান নেই প্র্যাকটিসে। বরং এক ভিডিও বার্তায় জানিয়েছেন আজ সন্ধ্যায় চট্টগ্রামে একটি বেসরকারি বিপণি প্রতিষ্ঠানের শো রুম উদ্বোধন করতে সেখানে থাকবেন সাকিব। বিষয়টি নিয়ে আলোচনা ওঠেছে সাকিব কি তাহলে খেলার চেয়ে বিজ্ঞাপনকেই এখন প্রাধান্য দিচ্ছেন বেশি?
জানা গেছে সাকিব আল হাসান চট্টগ্রাম পৌঁছবেন সন্ধ্যা ৫টার দিকে। সেখান থেকে ৬টায় ওই শো রুমের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে যাবেন সাকিব। ফলে আজকে আর অনুশীলন করা হবে না তার। সাকিবকে ঘিরে আবারও আলোচনাটাও তাই এই জায়গায়। খেলার চেয়ে বিজ্ঞাপন নিয়েই কি এখন বেশি ব্যস্ত সাকিব আল হাসান?
এদিকে বিপিএলের এই আসরে একাধিক ম্যাচে আম্পায়ারের সাথে বিতর্কে জড়িয়ে পড়ায় জরিমানাসহ নানা সমালোনা শুনতে হয়েছে সাকিব আল হাসানকে। সাকিব আল হাসানের বলা একটি বিষয় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিজ মুর্তজাও। বিপিএলের এই আসরের শুরু থেকে এখন অব্দি নানা কারণে বারবার আলোচনায় আসছে অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম।
আই নিউজ/এইচএ
Eye News YouTube Video
প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী | Eye News
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা