Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৬, ১৬ জানুয়ারি ২০২৩

শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার সিক্সে বাংলার মেয়েরা

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

শুরু হয়েছে মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। সে আসরে দল হিসেবে খেলছে বাংলাদেশের নারী ক্রিকেট দলও। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারানোর পর এবার শ্রীলংকাকেও হারিয়েছে বাঘিনীরা। আর এই জয়ে আসরের সুপার সিক্স পর্বে খেলার যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

আজ (সোমবার) বেনোনিতে 'এ' গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কাকে ৯ রানে হারিয়েছে অনূর্ধ্ব-১৯ দলের মেয়েরা। টানা দুই জয়ে বিশ্বকাপের সুপার সিক্স প্রায় নিশ্চিত হয়ে গেছে তাদের।

ম্যাচে টসভাগ্য সহায় ছিল না বাংলাদেশের মেয়েদের। তবে ম্যাচ ভাগ্য দুই ম্যাচেই ছিল বাংলাদেশের পক্ষে। টস হেরে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে শুরু থেকে শেষ অব্দি দারুণ করেছে বাংলাদেশের মেয়েরা। মাত্র ২ উইকেটেই ১৬৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ করে বাংলাদেশ।

মিষ্টি সাহাকে নিয়ে উদ্বোধনী জুটিতে ৭৫ রান তোলেন আফিয়া প্রত্যাশা। ৪৩ বলে ৫ চার আর ৩ ছক্কায় তিনি দুর্দান্ত এক হাফসেঞ্চুরি তুলে ১২তম ওভারে আউট হন ৫৩ করে।

মিস্টি অবশ্য তার মতো খেলতে পারেননি। ২৪ বলে ১৪ রানের ধীরগতির এক ইনিংস খেলে ওই ওভারেই সাজঘরে ফেরেন। কিছুটা চাপে পড়ে দল।

সেখানে দাঁড়িয়ে দিলারা আক্তার আর স্বর্ণা আক্তারের ঝোড়ো ব্যাটিং। উইকেটরক্ষক দিলারা আক্তার ২৭ বলে করেন অপরাজিত ৩৬ রান। হাফসেঞ্চুরি তুলে নেন স্বর্ণা। ২৮ বলে তার ৫০ রানের মারকুটে ইনিংসে ছিল ৩ চার আর ২ ছক্কার মার।

রান তাড়ায় নামা শ্রীলঙ্কার ২৪ রানেই ২ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। সেই চাপ সামাল দেন অধিনায়ক বিশ্বি গুনারত্নে আর দেওমি ভিহাঙ্গা। একটা সময় মনে হচ্ছিল, তারা হয়তো বাংলাদেশকে হারিয়েই দেবেন।

১৭তম ওভারে দেওমিকে (৪৪ বলে ৫৫) এলবিডব্লিউ করেন মারুফা আক্তার। একটা প্রান্ত ধরে ছিলেন অধিনায়ক বিশ্বি। তবে শেষরক্ষা করতে পারেননি। ৫৪ বলে ৮ চার আর ১ ছক্কায় ৬০ রানে অপরাজিত থাকেন লঙ্কান অধিনায়ক। ৪ উইকেটে ১৫৫ রানে থামে লঙ্কানদের ইনিংস।

মারুফা আক্তার ৪ ওভারে ১৯ রানে নেন ২টি উইকেট। দিশা বিশ্বাস এক উইকেট পেলেও ৪ ওভারে খরচ করেন ৪৪ রান।

আই নিউজ/এইচএ

Eye News YouTube Video

প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী | Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়