Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:০৮, ২১ জানুয়ারি ২০২৩

পিএসএলের সূচি প্রকাশ, বিপিএলে পাকদের নিয়ে টানাপোড়ন

দেশের মাঠে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ক্রিকেট (বিপিএল) এর নবম আসর। এরইমধ্যে প্রকাশ পেয়েছে আরেক জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট পাকিস্তান সুপার লীগ (পিএসএল) এর সূচি। সুচি অনু্যায়ী বিপিএলের সেমি ফাইনাল এবং ফাইনালে খেলা অনিশ্চিত বিপিএলের এই আসরে আসা পাক ক্রিকেটারদের। 

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২৩ সালের আসর শুরু হবে ১৩ ফেব্রুয়ারি থেকে। শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির মুলতান ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স ও মুলতান সুলতান।

ওইদিকে বিপিএলের প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। ১৬ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ফাইনাল। নিজ নিজ দল বিপিএলের শেষ চার নিশ্চিত করা পর্যন্ত এবং শেষ চার নিশ্চিত হলেও পাকিস্তানের ক্রিকেটাররা বিপিএলে শেশ পর্যন্ত থাকার নিশ্চয়তা দিতে পারছেন না। কারণ নিজের ঘরের মাঠের লীগে খেলতে যেতে হবে। 

এবারের আসরে দেশি ক্রিকেটারদের বাইরে বেশ ভালোভাবে নজর কাড়ছেন পাকিস্তানের ক্রিকেটাররা। এদের মধ্যে মোহাম্মদ রিজওয়ান, ইফতেখার আহমেদ, খুশদিলরা ভালো খেলছেন। তারাও শেষ সময়ে লিগ ছাড়লে ‘ঘরোয়া লিগে’ পরিণত হবে বিপিএল। 

পিএসএল নিয়ে পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি বলেন, বিশ্বের সেরা সব ক্রিকেটারদের নিয়ে পিএসএলের অষ্টম আসর চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। পিএসএল আমাদের জন্য খুবই বড় এক আসর। আমরা পিএসএলকে আগের চেয়ে ভালো করে তুলতে মুখিয়ে আছি।

আই নিউজ/এইচএ 

Eye News YouTube Video

প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী | Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়