Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৭, ২৬ জানুয়ারি ২০২৩

যেখানে যেখানে পাওয়া যাবে সিলেটে বিপিএল খেলার টিকিট

আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ক্রিকেট (বিপিএল) এর সিলেট পর্ব। সিলেটের চা বাগান, প্রকৃতি ঘেরা ভেন্যুর কারণে এই জেলায় খেলা হলে মানুষের আগ্রহ থাকে বেশি। এবছরও বিপিএলের সিলেট পর্বকে ঘিরে মানুষের মাঝে জোর উচ্ছাস দেখা গেছে। অনেকেই টিকিট সংগ্রহ শুরু করে দিয়েছেন। 

সিলেটে কবে কখন বিপিএলের টিকিট পাওয়া যাবে, এই বিষয়ে অনেকেরই ধারণা নেই। তাদের জন্য টিকিটের মূল্য ও প্রাপ্তিস্থান প্রকাশ করেছে বিসিবি। সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৫০০ টাকায় পাওয়া যাবে টিকিট। 

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টিকিট কাউন্টার ও সিলেট জেলা স্টেডিয়ামে পাওয়া যাবে টিকিট। টিকিট বিক্রি চলবে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত। এছাড়া প্রতি ম্যাচের আগের দিন বা ম্যাচের দিনও সংগ্রহ করা যাবে টিকিট। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সর্বমোট ৮টি ম্যাচ হবে বিপিএলের। ২৭ থেকে ৩১ জানুয়ারি সিলেট পর্ব শেষ করে আবারও ঢাকায় ফিরবে বিপিএল। সিলেটে প্রতিদিন দুইটি করে মোট চারদিনে আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মধ্যে রয়েছে একদিনের বিরতি। 

একনজরে সিলেট পর্বের টিকিটের মূল্য:

গ্র্যান্ড স্ট্যান্ড- ১৫০০ টাকা
ক্লাব হাউজ- ৫০০ টাকা
ইস্টার্ন গ্যালারি- ৩০০ টাকা
ওয়েস্টার্ন গ্যালারি - ২০০ টাকা
গ্রিন হিল এরিয়া-২০০ টাকা

আই নিউজ/এইচএ 

Eye News YouTube Video

প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী | Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়