Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

হেলাল আহমেদ

প্রকাশিত: ১৬:৪১, ৪ ফেব্রুয়ারি ২০২৩

সন্ধ্যায় উড়ন্ত সিলেটের বিপক্ষে নামছে ছন্দে থাকা রংপুর 

সিলেট স্ট্রাইকার্সের খেলোয়াড়দের উল্লাস। ছবি- সংগৃহীত

সিলেট স্ট্রাইকার্সের খেলোয়াড়দের উল্লাস। ছবি- সংগৃহীত

দেখতে দেখতে যেন শেষ হয়ে আসছে বিপিএলের এই আসরের খেলা। এই আসরের শুরু থেকে উড়ন্তভাবে একের পর এক জয় নিয়ে তালিকায় শীর্ষে সিলেটের অবস্থান। ম্যাশের এই সিলেটকে থামাতে আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাঠে নামছে ছন্দে থাকা বিপিএলের আরেক ফেভারিট দল রংপুর। 

আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে খেলা। 

নিজেদের শেষ ম্যাচে নাসিরের ঢাকার বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক জয় নিয়ে এসেছে নুরুল হাসানের দল রংপুর। আফগান তারকা হজরতউল্লাহ ওমরজাইর বোলিং নৈপথ্যে ঢাকাকে ১৩০ রানের মধ্যেই আটকে ফেলে তারা। ব্যাটিংয়ে নুরুল হাসানের ৩৩ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস রংপুরের জয়কে একেবারে নিশ্চিত করেছিলো। তাই সিলেটের বিপক্ষেও সেই আত্মবিশ্বাস নিয়ে আজ মাঠে নামার প্রত্যয় নুরুলের দল রংপুরের। 

অন্যদিকে বিপিএলের শেষ লড়াইয়ে নামার আগে নিজেদের দলকে আরও শক্তিশালী করেছে সিলেট। পাকিস্তানের মোহাম্মদ ইমরান এবং আফগানি ক্রিকেটার গুলবাদিন নাবিদকে নেয়া হলে দলে। ফলে সিলেটের লাইন আপ হয়েছে এখন আগের চেয়ে শক্তিশালী। 

শনিবার (৪ ফেব্রুয়ারি) ম্যাচে পূর্ণ শক্তি নিয়ে খেলতে নামবে দুই দল। তুলনামূলক হিসেবে আজকের খেলায় ফেভারিট থাকবে ম্যাশের দল দিলেট স্ট্রাইকার্স। তবে রংপুরের খেলা শেষ ম্যাচটির স্মৃতি নিঃসন্দেহে সিলেটকে কিছুটা হলেও চাপে রাখতে সক্ষম হবে। 

আই নিউজ/এইচএ 

Eye News YouTube Video

প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী | Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়