Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫,   বৈশাখ ২৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫০, ৩১ আগস্ট ২০২৩

অভিষেকে ব্যর্থ তানজিদ, ফিরে গেলেন শূন্য রানে

পুরোনো ছবি

পুরোনো ছবি

শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে আজ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে সাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশ। খেলার শুরু থেকেই আলোচনায় ছিলেন আজ দলের হয়ে অভিষেক হওয়া তানজিদ হাসান। নতুন এই ব্যাটারকে নিয়েও আশাও ছিলেন অনেক। কিন্তু নিজের অভিষেক ম্যাচটা রাঙাতে পারেন নি তানজিদ। এক বল মোকাবিলা করে পরের বলেই আউট ফিরে গেছেন আন্তর্জাতিক ক্রিকেটে অনভিজ্ঞ এই ব্যাটার। 

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে শুরু হয় খেলা। এর আগে টস জিতে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রথমবার নাইম-তানজিদ জুটিকে ব্যাট করতে পাঠান সাকিব। প্রথম ওভারে একটা চার মেরে চার রান যোগ করেন নাইম। কিন্তু দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেও তানজিদ আউট হয়ে ফিরে গেছেন। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সর্বশেষ অবস্থা ১ ওভার দুই বল খেলে ১ উইকেট হারিয়ে চার রান। মাঠে তানজিদের পর ব্যাট করতে নাজমুল হোসেন শান্ত। 

তিনবার এশিয়া কাপের ফাইনালে উঠলেও এখনো শিরোপার স্বাদ পায়নি বাংলাদেশ। শিরোপার বন্ধ্যত্ব ঘোচানোর মিশনে জয় দিয়ে আসর শুরু করতে উদগ্রীব অধিনায়ক সাকিব দেশ ছাড়ার আগে বলেছিলেন, ‘এই মুহূর্তে আমরা শুধু এশিয়া কাপ নিয়েই ভাবছি এবং বিশেষ করে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়েই আমাদের সব পরিকল্পনা।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়