মো. রওশান উজ্জামান রনি
এশিয়া কাপ
এশিয়া কাপ ২০২৩ সুপার ফোর বাংলাদেশের জয় ভারতীয় মিডিয়ার ’খোঁচা’

ছবি- সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দলের সফলতা কখনোই ভালো চোখে নেয় না ভারতের গণমাধ্যম। এশিয়া কাপ ২০২৩ সুপার ফোর এর শেষ ওভারের রোমাঞ্চকর ম্যাচে আরো একবার টিম ইন্ডিয়া পরাজিত বাংলাদেশের সামনে। এটা যেন কোনোভাবেই হজম হচ্ছে না দেশটির গণমাধ্যমের। এবার সাকিবদের সরাসরি খোঁচা মারলো আনন্দবাজার পত্রিকা সহ বেশ কিছু সংবাদ মাধ্যম।
এশিয়া কাপ ২০২৩ সুপার ফোরে গুরুত্বহীন ম্যাচ যাকে বলা হয় ডেড রাবার। যার প্রভাব পড়বে না টুর্নামেন্টের কোন সমীকরণে। সে ম্যাচে ভারত বিশ্রামে রাখল কোহলি-পান্ডিয়াদের। বাংলাদেশও মাঠে নামে দ্বিতীয় সারির দল নিয়ে।
মুশফিক, তাস্কিন, হাসান, শরিফুলরা ছিলেন না শুরুর একাদশে। তারপরও সাকিবের দলের সামনে পেরে উঠেনি মাইতি ইন্ডিয়া। অভিষিক্ত তানজিম সাকিবের বলে চোখে যেন সরষে ফুল দেখেন রোহিত শর্মা। শেষ দিকে মুস্তাফিজ, মেহেদির দারুণ বোলিং কিংবা নাসুম-হৃদয়দের ব্যাটিং টাইগারদের প্রশংসা করাটা ভারতের গণমাধ্যমের জন্য যেন বড্ড পীড়াদায়ক।
এশিয়া কাপ ২০২৩ সুপার ফোরে বাংলাদেশকে নিয়ে ভারতীয় মিডিয়ার ’আপত্তিকর’ শব্দ
এই সময়, আনন্দবাজার পশ্চিমবঙ্গের শীর্ষস্থানীয় গণমাধ্যম। এশিয়া কাপ ২০২৩ সুপার ফোরে ভারতের ভরাডুবির পর নিজ দলের সমালোচনা ঠিকই করেছেন কিন্তু বাংলাদেশকে দেয়নি প্রাপ্য সম্মানটুকু। এই সময় লিখেছে “বাংলাদেশকে শান্তনা পুরস্কার ভারতের” অথচ ম্যাচটা নিজেদের যোগ্যতাতেই জিতেছে সাকিব বাহিনী।
এশিয়া কাপ ২০২৩ সুপার ফোর "বাংলাদেশ বনাম ভারত" গুরুত্বহীন এই ম্যাচে আনন্দবাজার অনলাইন প্রকাশ করেছে
বাংলাদেশের কাছে ভারতের হারের পাঁচ কারণ। যেখানে প্রতিবেদনের শুরুতেই তারা করেছে আপত্তিকর মন্তব্য। প্রথম লাইনে লিখেছে “পঁচা শামুকে পা কাটল রোহিত শর্মাদের’। বাংলাদেশ দলকে ছোট করে এমন মন্তব্য উদ্দেশ্য প্রণোদিত তা আর বলার অপেক্ষা রাখে না। তবে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার কারনে লিখাটি ডিলিট করতে বাধ্য হয়েছে আনন্দবাজার গনমাধ্যম।
অবশ্য ব্যতিক্রমও আছে। ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার ধারাভাষ্য দিচ্ছেন এবারের এশিয়া কাপে। এশিয়া কাপ ২০২৩ সুপার ফোর শেষ ম্যাচে প্রশংসা করেছেন সাকিব আল হাসানের। এশিয়া কাপ ২০২৩ সুপার ফোরে সাকিবকে টেকনিক্যালি "সেরা অধিনায়ক” হিসেবে আখ্যা দিয়েছেন সাবেক এই ক্রিকেটার। মূলত সাকিবের বুদ্ধিবিত্ব সিদ্ধান্তে পাওয়ার প্লেতে দুই উইকেট হারায় ভারত। এর পরেই এমন মন্তব্য করেন মাঞ্জরেকার।
আই নিউজ/আর
আরও পড়ুন
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- আফগানিস্তান বনাম শ্রীলংকা লাইভ স্কোর
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা লাইভ স্কোর | Bangladesh bowling
- এশিয়া কাপ বাংলাদেশ বনাম শ্রীলংকা লাইভ স্কোর
- বাংলাদেশ বনাম শ্রীলংকা লাইভ স্কোর দেখুন
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড লাইভ স্কোর
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ স্কোর
- ভারত বনাম শ্রীলংকা লাইভ ম্যাচ এশিয়া কাপ