Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১৮:৩৯, ৮ জুন ২০২৪

ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া লাইভ স্কোর

আজকে আরেকটি খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি হচ্ছে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড লাইভ। এই শক্তিশালী দুটি দলের খেলা ওভাবে শেষ পর্যন্ত এবং দেখে নিন সরাসরি স্কোর।

ইংল্যান্ডের খেলোয়াড়দের তালিকা 

এবারের এই দলে রয়েছে শক্তিশালী পারফরমেন্সের সকল খেলোয়াড়েরা। যারা বিগত ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন এবং ভালোভাবে এগিয়ে যাচ্ছেন তারা। তাদের এই পারফরম্যান্সের কারণে গত ম্যাচে জয়লাভ করতে পেরেছেন। আসো দেখে নেই আজকের এই খেলায় কারা কারা মাঠে নামবে সে বিষয়টি। 

বেন ডাকেট
বাম হাতি ব্যাটসম্যান

হ্যারি ব্রুক
ডান হাতি ব্যাটসম্যান

জনি বেয়ারস্টো
ডান হাতি ব্যাটসম্যান

লিয়াম লিভিংস্টোন
ডান হাতি ব্যাটসম্যান • লেগ স্পিন ডান হাতি বোলার

মঈন আলী
বাম হাতি ব্যাটসম্যান • অফ স্পিন ডান হাতি বোলার

স্যাম কারেন
বাম হাতি ব্যাটসম্যান • মিডিয়াম ফাস্ট বাম হাতি বোলার

উইল জ্যাকস
ডান হাতি ব্যাটসম্যান • অফ স্পিন ডান হাতি বোলার

জস বাটলার
ডান হাতি ব্যাটসম্যান

ফিল সল্ট
ডান হাতি ব্যাটসম্যান

আদিল রশিদ
লেগ স্পিন ডান হাতি বোলার

ক্রিস জর্দান
ফাস্ট মিডিয়াম ডান হাতি বোলার

জফ্রা আর্চার
ফাস্ট ডান হাতি বোলার

মার্ক উড
ফাস্ট ডান হাতি বোলার

রিস টপলি
ফাস্ট মিডিয়াম বাম হাতি বোলার

টম হার্টলি
অফ স্পিন বাম হাতি বোলার

ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া লাইভ স্কোর 

এই দুটি দলের হাড্ডাহাড্ডি ম্যাচ উপভোগ করতে চাইলে অবশ্যই আমাদের এই প্রতিবেদন দেখতে হবে। কারণ একমাত্র বাংলাদেশ থেকে আমাদের এই পত্রিকায় সরাসরি স্কোর দেখানো হয়ে থাকে। অনেক জায়গায় বিদ্যুৎ সমস্যা অথবা কাদের ব্যস্ততার কারণে খেলা দেখতে পারে না সরাসরি। তারা আমাদের এখান থেকে এই খেলা দেখার সুযোগ পাচ্ছেন একদম ফ্রিতে। 

লাইভ খেলা দেখার পাশাপাশি আমরা আজকে এই দুই দলের পরিসংখ্যান সম্পর্কে জানব। কারণ এই শক্তিশালী দুই দলের মধ্যে কে বেশি এগিয়ে রয়েছে সে বিষয় নিয়ে। ওয়ানডেতে ইংল্যান্ডে এগিয়ে থাকলেও টি-টোয়েন্টি ম্যাচে এগিয়ে রয়েছে বেশ অস্ট্রেলিয়া। এ পর্যন্ত যতগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়েছে একে অপরের বিপক্ষে। তার মধ্যে বেশি বার জয়লাভ করতে পেরেছে দুর্দান্ত এই ইংল্যান্ড ক্রিকেট টিম। তবে এই পার্থক্য খুব একটা বেশি নয়। আজকের এই খেলাতে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা রয়েছে অনেক বেশি। সুতরাং আজকের এই ম্যাচে কি হয় সেটা দেখতে এবং জানতে হলে আমাদের সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত খেলা উপভোগ করেন।

অস্ট্রেলিয়ার খেলোয়ারদের তালিকা 

এবারে রয়েছে অস্ট্রেলিয়াতে দুর্দান্ত পারফরমেন্সের সকল ব্যাটসম্যান এবং বোলাররা। যারা ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছেন এবং পারফরম্যান্স করেছেন। এখানে দেখা যাবে ডেবিট ওয়ার্নার এবং ম্যাক্সওয়েলসহ অন্যান্য ক্রিকেট তারকেরা। চলুন না দেখি আরো কে কে থাকবে এখানে তাদের তালিকাটি। 

ডেভিড ওয়ার্নার
বাম হাতি ব্যাটসম্যান

জেক ফ্রাসের-ম্যাকগুর্ক
ডান হাতি ব্যাটসম্যান

টিম ডেভিড
ডান হাতি ব্যাটসম্যান

ট্রাভিস হেড
বাম হাতি ব্যাটসম্যান

ক্যামেরন গ্রীন
ডান হাতি ব্যাটসম্যান • ফাস্ট মিডিয়াম ডান হাতি বোলার

গ্লেন ম্যাক্সওয়েল
ডান হাতি ব্যাটসম্যান • অফ স্পিন ডান হাতি বোলার

মার্কাস স্টইনিস
ডান হাতি ব্যাটসম্যান • মিডিয়াম পেস ডান হাতি বোলার

ম্যাট শর্ট
ডান হাতি ব্যাটসম্যান • অফ স্পিন ডান হাতি বোলার

মিচেল মার্শ
ডান হাতি ব্যাটসম্যান • মিডিয়াম পেস ডান হাতি বোলার

জোশ ইনগলিস
ডান হাতি ব্যাটসম্যান

ম্যাথু ওয়েড
বাম হাতি ব্যাটসম্যান

অ্যাডাম জাম্পা
লেগ স্পিন ডান হাতি বোলার

অ্যাস্টন অ্যাগার
অফ স্পিন বাম হাতি বোলার

জশ হ্যাজলউড
ফাস্ট মিডিয়াম ডান হাতি বোলার

মিচেল স্টার্ক
ফাস্ট বাম হাতি বোলার

নাথান এলিস
ফাস্ট মিডিয়াম ডান হাতি বোলার

প্যাট কামিন্স
ফাস্ট ডান হাতি বোলার

আপনারা দেখলেন ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া লাইভ স্কোর খেলা। স্ বিগত ম্যাচের রানের স্কোরগুলো দেখতে হলে আমাদের পত্রিকার আপডেটের সঙ্গে থাকুন। আর আমাদের খেলা খবর থেকে দেখে নিন সকল খেলার স্কোর গুলো।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়