Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১৯:৫৬, ৮ জুন ২০২৪

উগান্ডা বনাম ওয়েস্ট ইন্ডিজ লাইভ স্কোর

আজকে মাঠে পারফরম্যান্স করবে উগান্ডা বনাম ওয়েস্ট ইন্ডিজ লাইভ। আর যে সকল দর্শকরা এই দুই দলের খেলোয়াড়দের খেলা উপভোগ করতে আগ্রহী তারা অবশ্যই এখান থেকে দেখে নিতে পারেন। 

ওয়েস্ট ইন্ডিজ খেলোয়ারদের তালিকা 

এবারের এ টিম রয়েছে আন্দ্রে রাসেলসহ আরো অন্যান্য অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়ারেরা। এবারের বিশ্বকাপে তারা মিস করছে ‌ ক্রিস গেইলকে। কারণ এবারের এই বিশ্বকাপে তিনি পারফরম্যান্স করবেন না আর তাকে মিস করবে ওয়েস্ট ইন্ডিজ সহ গোটা ক্রিকেট বিশ্বকাপ।

ব্র্যান্ডন কিং
ডান হাতি ব্যাটসম্যান

জনসন চার্লস
ডান হাতি ব্যাটসম্যান

শেরফান রাদারফোর্ড
বাম হাতি ব্যাটসম্যান • ফাস্ট মিডিয়াম ডান হাতি বোলার

সিমরন হেটমায়ের
বাম হাতি ব্যাটসম্যান

আন্দ্রে রাসেল
ডান হাতি ব্যাটসম্যান • ফাস্ট ডান হাতি বোলার

ফ্যাবিয়ান অ্যালেন
ডান হাতি ব্যাটসম্যান • অফ স্পিন বাম হাতি বোলার

কাইল মেয়ার্স
বাম হাতি ব্যাটসম্যান • মিডিয়াম পেস ডান হাতি বোলার

রোমারিও শেফার্ড
ডান হাতি ব্যাটসম্যান • মিডিয়াম ফাস্ট ডান হাতি বোলার

রোস্টান চেস
ডান হাতি ব্যাটসম্যান • অফ স্পিন ডান হাতি বোলার

রোভম্যান পাওয়েল
ডান হাতি ব্যাটসম্যান • মিডিয়াম ফাস্ট ডান হাতি বোলার

আন্দ্রে ফ্লেচার
ডান হাতি ব্যাটসম্যান

নিকোলাস পুরান
বাম হাতি ব্যাটসম্যান

শাই হোপ
ডান হাতি ব্যাটসম্যান

আকিয়াল হোসেন
অফ স্পিন বাম হাতি বোলার

আলজারি জোসেফ
ফাস্ট ডান হাতি বোলার

গুডাকেশ মোতি
অফ স্পিন বাম হাতি বোলার

হেইডেন ওয়ালশ জুনিয়র
লেগ স্পিন ডান হাতি বোলার

ম্যাথিউ ফর্ডে
মিডিয়াম ফাস্ট ডান হাতি বোলার

ওবেদ ম্যাকে
মিডিয়াম ফাস্ট বাম হাতি বোলার

শামার জোসেফ
ফাস্ট ডান হাতি বোলার

উগান্ডা বনাম ওয়েস্ট ইন্ডিজ লাইভ স্কোর 

এই খেলাটি সরাসরি সম্প্রচার করা হবে বিভিন্ন ধরনের স্পষ্ট টিভি চ্যানেলগুলোতে। আর যারা টিভি চ্যানেলে খেলা দেখতে পারবেন না তারা দেখে নিতে পারেন আমাদের এই আই নিউজ এর প্রতিবেদন থেকে। কারণ এখানে তুলে ধরা হয় প্রত্যেক বলে বলে এবং ওভারে স্কোর গুলো। আপনি যদি এই দুটি দলের খেলা উপভোগ করতে চান তাহলে অবশ্যই এখান থেকে দেখে নিতে পারেন। 

এখন আমরা এই দুই দলের পারফরমেন্সের পরিসংখ্যান সম্পর্কে জানব। কারণ যে কোনো খেলা দেখার পূর্বে অবশ্যই সে দুই দলের পরিসংখ্যান সম্পর্কে জানা থাকলে খেলা দেখে স্বাচ্ছন্দবোধ করা সম্ভব হয়। আসুন এখন আমরা এই দুই দলের খেলোয়াড় দের নামের তালিকার পাশাপাশি পরিসংখ্যান সম্পর্কে জানি। অপরের বিপক্ষে যতগুলো ম্যাচ খেলেছে টি-টোয়েন্টি তার মধ্যে প্রায় সবগুলোতেই জয়লাভ করেছে ওয়েস্ট ইন্ডিজ। আর তুলনামূলক ভাবে ব্যক্তির চেয়ে রয়েছে উগান্ডা। তবে সাম্প্রতিক সময়ে উগান্ডা অনেক ভালো পারফরম্যান্স করে আসছে বিগত ম্যাচগুলোতে। 

তবে আজকের এই ম্যাচে তারা কেমন পারফরম্যান্স করে তা দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন। কারণ আমাদের এখানে লাইভ খেলা দেখানো হবে এবং উপভোগ করে নিন সরাসরি সম্প্রচার।

উগান্ডা খেলোয়ারদের তালিকা 

এখানে রয়েছে দুর্দান্ত পারফরমেন্সের সকল খেলোয়াড়েরা। আসুন এখন আমরা নিজে থেকে এ সকল খেলোয়ারদের তালিকা দেখে নেই। যারা আজকের এই ম্যাচের পারফরম্যান্স করবেন।

ব্রায়ান মাসাবা
ফাস্ট মিডিয়াম ডান হাতি বোলার

রবিনসন ওবুয়া
ডান হাতি ব্যাটসম্যান

রজার মুকাসা
ডান হাতি ব্যাটসম্যান

রোনক প্যাটেল
ডান হাতি ব্যাটসম্যান

রোনাল্ড লুটায়া
ডান হাতি ব্যাটসম্যান • মিডিয়াম পেস ডান হাতি বোলার

আলপেশ রমজানি
বাম হাতি ব্যাটসম্যান • অফ স্পিন বাম হাতি বোলার

দিনেশ নাকরানি
বাম হাতি ব্যাটসম্যান • মিডিয়াম পেস বাম হাতি বোলার

কেনেথ ওয়াইস্বা
ডান হাতি ব্যাটসম্যান • মিডিয়াম পেস ডান হাতি বোলার

রিয়াজত আলী শাহ
ডান হাতি ব্যাটসম্যান • মিডিয়াম পেস ডান হাতি বোলার

ফ্রেড অছেলাম
ডান হাতি ব্যাটসম্যান

সাইমন সেসাজি
বাম হাতি ব্যাটসম্যান

বিলাল হাসুন
মিডিয়াম ফাস্ট ডান হাতি বোলার

কসমাস ক্যেওয়ুটা
মিডিয়াম পেস ডান হাতি বোলার

ফ্র্যাঙ্ক এনসুবুগা
অফ স্পিন ডান হাতি বোলার

হেনরি সেনাইউন্ডো
অফ স্পিন বাম হাতি বোলার

ইনোসেন্ট এমউইবাজে
ফাস্ট ডান হাতি বোলার

জুমা মিয়াগি
মিডিয়াম পেস ডান হাতি বোলার

আপনারা দেখলেন উগান্ডা বনাম ওয়েস্ট ইন্ডিজ লাইভ খেলা। আরো অন্যান্য ম্যাচের খেলা উপভোগ করার জন্য আমাদের সঙ্গে থাকুন এবং খেলা খবর দেখুন।।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়