Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ০৭:৪০, ১৫ জুন ২০২৪

উগান্ডা বনাম নিউজিল্যান্ড লাইভ স্কোর

আজকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আরেকটি খেলা অনুষ্ঠিত হচ্ছে। আর এই খেলাটি হচ্ছে উগান্ডা বনাম নিউজিল্যান্ড। যারা আজকের এই খেলা উপভোগ করতে চাচ্ছেন তারা শেষ পর্যন্ত প্রতিবেদন পড়ুন এবং দেখে নিন খেলা। 

উগান্ডা খেলোয়াড়দের তালিকা

আজকে কোন কোন খেলোয়ার উগান্ডার হয়ে খেলবে তা দেখতে হলে নিচের তালিকা দেখুন। কারণ যে কোন খেলা দেখার পূর্বে অবশ্যই তাদের তালিকা দেখে নেওয়া উচিত। কেননা একটি দল কতটা ভাল পারব করবে তা নির্ভর করে ওই দলের খেলোয়াড়দের উপর।

ব্রায়ান মাসাবা
ফাস্ট মিডিয়াম ডান হাতি বোলার

রবিনসন ওবুয়া
ডান হাতি ব্যাটসম্যান

রজার মুকাসা
ডান হাতি ব্যাটসম্যান

জুমা মিয়াগি
মিডিয়াম পেস ডান হাতি বোলার

রোনক প্যাটেল
ডান হাতি ব্যাটসম্যান

রোনাল্ড লুটায়া
ডান হাতি ব্যাটসম্যান • মিডিয়াম পেস ডান হাতি বোলার

আলপেশ রমজানি
বাম হাতি ব্যাটসম্যান • অফ স্পিন বাম হাতি বোলার

দিনেশ নাকরানি
বাম হাতি ব্যাটসম্যান • মিডিয়াম পেস বাম হাতি বোলার

কেনেথ ওয়াইস্বা
ডান হাতি ব্যাটসম্যান • মিডিয়াম পেস ডান হাতি বোলার

রিয়াজত আলী শাহ
ডান হাতি ব্যাটসম্যান • মিডিয়াম পেস ডান হাতি বোলার

ফ্রেড অছেলাম
ডান হাতি ব্যাটসম্যান

সাইমন সেসাজি
বাম হাতি ব্যাটসম্যান

বিলাল হাসুন
মিডিয়াম ফাস্ট ডান হাতি বোলার

কসমাস ক্যেওয়ুটা
মিডিয়াম পেস ডান হাতি বোলার

ফ্র্যাঙ্ক এনসুবুগা
অফ স্পিন ডান হাতি বোলার

হেনরি সেনাইউন্ডো
অফ স্পিন বাম হাতি বোলার

ইনোসেন্ট এমউইবাজে
ফাস্ট ডান হাতি বোলার

উগান্ডা বনাম নিউজিল্যান্ড লাইভ স্কোর

আজকের এই খেলাটি দেখতে হলে অবশ্যই আমাদের আইনস্ট থেকে দেখে নিবেন। কারণ একমাত্র আমাদের পত্রিকায় সরাসরি এই লাইভ স্কোর দেখানো হয়ে থাকে টিভি চ্যানেলের মত। এছাড়াও একজন দর্শক টফি অ্যাপ এবং মাই জিপি অ্যাপের মাধ্যমে খেলা দেখতে পারবেন সরাসরি। কিন্তু টফি অ্যাপের মাধ্যমে লাইভ খেলা ভিডিও আকারে দেখতে হলে অবশ্যই সাবস্ক্রিপশন কিনে নিতে হবে। তাছাড়া একজন দর্শক এখানে খেলা দেখতে পারবেন না।

এখন দেখেনি আমরা এই দুই দলের খেলার পরিসংখ্যান সম্পর্কে। এই দুটি দল একে অপরের বিপক্ষে যতগুলো ম্যাচ খেলেছে তার মধ্যে টি টোয়েন্টি ম্যাচ ছিল বেশ কয়েকটি। একে অপরের বিপক্ষে যতগুলো টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে তার মধ্যে একটিতেও জয়লাভ করতে পারেনি উগান্ডা। তবে আজকের এই ম্যাচে অনেকটা ঘুরে দাঁড়াতে পারেন তারা। আজকের এই ম্যাচে কেমন পারফরম্যান্স করে তা দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন এবং দেখে নিন।

নিউজিল্যান্ড খেলোয়ারদের তালিকা 

এ দলটিতে রয়েছে দুর্দান্ত সকল ক্রিকেটাররা। কারণ টি-টোয়েন্টির ম্যাচ থেকে তাড়াতাড়ি এসে অনেক এগিয়ে। মূলত তাদের স্কোয়াডের কারণে এরা রেংকিং রয়েছে অনেক আগে। চলুন এখন আমরা এখান থেকে তাদের খেলোয়াড়দের তালিকা দেখে নেই। 

ডেভন কনওয়ে
বাম হাতি ব্যাটসম্যান

ফিন অ্যালেন
ডান হাতি ব্যাটসম্যান

রচিন রবীন্দ্র
বাম হাতি ব্যাটসম্যান • অফ স্পিন বাম হাতি বোলার

কেন উইলিয়ামসন
ডান হাতি ব্যাটসম্যান

ডারিল মিচেল
ডান হাতি ব্যাটসম্যান • মিডিয়াম পেস ডান হাতি বোলার

গ্লেন ফিলিপস
ডান হাতি ব্যাটসম্যান • অফ স্পিন ডান হাতি বোলার

জেমস নিশাম
বাম হাতি ব্যাটসম্যান • মিডিয়াম ফাস্ট ডান হাতি বোলার

মিচেল স্যান্টনার
বাম হাতি ব্যাটসম্যান • অফ স্পিন বাম হাতি বোলার

টিম সাউদি
মিডিয়াম ফাস্ট ডান হাতি বোলার

লকি ফার্গুসন
ফাস্ট ডান হাতি বোলার

ট্রেন্ট বোল্ট
ফাস্ট মিডিয়াম বাম হাতি বোলার

আপনারা দেখলেন উগান্ডা বনাম নিউজিল্যান্ড লাইভ স্কোর। এরকম আরো অন্যান্য ম্যাচে লাইভ খেলা দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন এবং দেখে দিন আপডেট খবর গুলো।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়