মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৫:২৮, ৭ এপ্রিল ২০২১
মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের
করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়ে সাধারণ ঘোষণা

করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচির দ্বিতীয় ডোজের প্রয়োগ শুরু হবে বৃহস্পতিবার (৮ এপ্রিল) থেকে। মৌলভীবাজারসহ দেশব্যাপী নির্ধারিত কেন্দ্রগুলোতে টিকা গ্রহণ করা যাবে।
এদিকে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের ব্যাপারে কিছু সাধারণ ঘোষণা দিয়েছে মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়। সেগুলো মানার জন্য সকলকে আহবান জানানো হয়েছে।
করোনা টিকার ২য় ডোজের ব্যাপারে সাধারণ ঘোষণাঃ
♦ ৮ই এপ্রিল থেকে ২য় ডোজের টিকা নেয়া যাবে
♦ যাদের প্রাপ্য তাদের মোবাইলে ম্যাসেজ চলে যাবে।
♦ যাদের টিকা দেয়ার পর ২ মাস অতিবাহিত হয়েছে কিন্তু মেসেজ পাননি তারা অবশ্যই টিকা কার্ড, NID কার্ড এবং টিকা কার্ডের ফটোকপি নিয়ে টিকা কেন্দ্রে চলে আসবেন।
♦ দ্বিতীয় ডোজের জন্য আগত সবাইকে টিকা কার্ড এবং NID card নিয়ে আসতে হবে।
♦ ২ মাসের আগে ২য় ডোজের ভ্যাক্সিন নেয়া যাবে না, পরে নেয়া যাবে ( ১২ সপ্তাহ পর্যন্ত)।
♦ রেজিস্ট্রেশনকৃত (৬০,০০০ প্রায়) হজ্জ যাত্রীরা ১৮ বছরের বেশি হলেই রেজিষ্ট্রেশন করে ভ্যাক্সিন নিতে পারবেন। আপনারা দ্রুত রেজিস্ট্রেশন করুন এবং ভ্যাকসিন নিন।
♦ ১ম ডোজ টিকা প্রদান অব্যাহত থাকবে।
♦ আমাদের হাতে পর্যাপ্ত ভ্যাকসিন আছে, শেষ হওয়ার ভয়ে ভীত হবেন না।
♦ রোজা রেখে ভ্যাকসিন নেয়া যাবে।
♦ ভ্যাকসিন দাতা এবং স্বেচ্ছাসেবীদের আপনারা সহযোগিতা করলে আপনাদের কাজ দ্রুত এবং সহজ হবে।
♦ কেন্দ্র পরিবর্তন করে ২য় ডোজ ভ্যাকসিন নেয়া যাবে না।
উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালসহ সকল উপজেলার নির্ধারিত কেন্দ্রে টিকা গ্রহণ করা যাবে। এছাড়া দ্বিতীয় ডোজের পাশাপাশি প্রথম ডোজের টিকাও নেয়া যাবে।
এর আগে গত ৭ এপ্রিল সারাদেশের মতো মৌলভীবাজারেও শুরু হয় করোনার টিকাদান কর্মসূচি। সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৯ টা থেকে টানা বিকেল ৩ টা পর্যন্ত সকল উপজেলার নির্ধারিত কেন্দ্রে চলে এ কর্মসূচি।
আইনিউজ/এসডিপি
সংশ্লিষ্ট খবর
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- করোনা জয় করে সুস্থ হয়েছেন মৌলভীবাজারের ৩ চিকিৎসক
- রেড জোনে মৌলভীবাজার ও হবিগঞ্জের যেসব এলাকা
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’
- করোনা আক্রান্ত ডাক্তার দম্পতি, দেখতে পারেননি মৃত বাবাকেও
- মৌলভীবাজারে ৫৬ করোনা রোগী, হটস্পট শহরেই ২৭ জন
- মৌলভীবাজারের কোন এলাকা কোন জোনে
- ভাইরাল গানটি রণেশ ঠাকুর নয়, গেয়েছেন মল্লিক ঐশ্বর্য
- মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা