Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৬ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৩:২৯, ৩ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৩:২৯, ৩ ডিসেম্বর ২০২১

মৌলভীবাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রেল লাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার ছকাপন রেলগেট এলাকায় আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ছকাপন (কালাপানি হাওর এলাকা) রেলগেট এলাকায় পৌঁছালে অজ্ঞাত এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর।

স্থানীয়রা রেলওয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের ও পুলিশের সাথে কথা বলে জানা যায় লোকটি মানসিক ভারসাম্যহীন ছিল। সে ওই এলাকায় দীর্ঘদিন থেকে ঘোরাফেরা করছিল।

শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কুলাউড়া রেলওয়ে থানার উপ-পরির্দশক ও আয়ু মো. আফছার উদ্দিন মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, লোকটি পাগল ছিল। রেল লাইন পার হওয়ার সময় ট্রেনের সাথে মাথায় আঘাত পেয়ে গুরুতর জখম হয়ে লোকটির মৃত্যু হয়। এখন পর্যস্ত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আইনিউজ/বিষ্ণু দেব/এসডি

আরও পড়ুন- 

দেখুন আইনিউজের বিভিন্ন ভিডিও খবর

মৌলভীবাজারের বিস্ময় বালিকা : ১৯৫ দেশের রাজধানীর নাম বলতে পারে

হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই

এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়