Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২১ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ৭ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫১, ২৯ ডিসেম্বর ২০২১

কমলগঞ্জে পাঁচ বিদ্রোহীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দলীয় আদেশ অমান্য করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৫ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

গত ১৯ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এস এম আজাদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বহিষ্কৃতরা হলেন- রহিমপুর ইউনিয়নের জুনেল আহমেদ তরফদার; শমসেরনগর ইউনিয়নের জুয়েল আহমেদ, এ বি এম আরিফুজ্জামান অপু ও আব্দুল গফুর; আলী নগর ইউনিয়নের নিয়াজ মুর্শেদ রাজু।

আরও পড়ুন- আচরণবিধি লঙ্ঘন : কমলগঞ্জে ৮ প্রার্থীকে জরিমানা

উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে পঞ্চম ধাপের ইউনিয়ন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীদের অনেকে উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা। তাদের মধ্যে অনেকে সাধারণ সদস্য, সাবেক নেতা আবার কেউ দলের সহযোগী সংগঠনের নেতা।

আরও পড়ুন- মৌলভীবাজারে জামানত হারিয়েছেন আওয়ামী লীগের ৩ প্রার্থী

প্রসঙ্গত, পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি কমলগঞ্জ উপজেলার রহিমপুর, পতনঊষার, মুন্সিবাজার, শমসেরনগর, কমলগঞ্জ, আলীনগর, আদমপুর, মাধবপুর ও ইসলামপুর ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ২৭ নভেম্বর এই ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। 

আইনিউজ/বিষ্ণু দেব/এসডিপি 

আইনিউজ ভিডিও 

শীতের সকালেও ভোট কেন্দ্রে দলে দলে ছুটেছেন নারী-পুরুষেরা

রাজনগর উপজেলার তাহার লামুয়া নতুন ভোট কেন্দ্র, ভোট দিয়ে উচ্ছ্বসিত এলাকাবাসী

নৌকার বিজয় দেখছেন মনসুরনগরের মিলন বখত

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়