Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

জুড়ী (মৌলভীবাজার)  প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৩, ৫ সেপ্টেম্বর ২০২২

জুড়ীতে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটির অনুমোদন 

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সমন্বয়ে গঠিত অরাজনৈতিক জাতীয় সামাজিক সংগঠন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ) উপজেলা শাখা কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। 

গত ১ সেপ্টেম্বর ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জুয়েল আরেং এমপি'র নির্দেশক্রমে কমিটির অনুমোদন দেন সেক্রেটারি জেনারেল যোহন সাংমা। গত ৩০ জুলাই উপজেলার ফুলতলা ইউনিয়নের  এলবিনটিলা (ফুলতলা) খাসি পুঞ্জিতে কমিটি গঠনের সভা অনুষ্ঠিত হয়। সভায় টিডব্লিউএ সিলেট বিভাগীয় জ্যেষ্ঠ নেতা ডানেশ সাংমার সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে মাইকেল নংরুমকে চেয়ারম্যান ও ওয়ানমন লংডঃকে জেনারেল সেক্রেটারি করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। 

কমিটির অন্যরা হলেন- ভাইস চেয়ারম্যান অনিল জয় ডিখার, এন্টনি পাটুয়াট, এসপারলেস পঃলং, জেনারেল সেক্রেটারি ওয়ানমন লংডঃ, জয়েন্ট সেক্রেটারি বিষ্ণু তেলী, সহ জয়েন্ট সেক্রেটারি সুদিপ্ত ঘাগরা, কোষাধ্যক্ষ আমরুশ সাংমা, সহ কোষাধ্যক্ষ রিলিং রুপসী, সাংগঠনিক সেক্রেটারি গফেস মুন্ডা, সহ সাংগঠনিক সেক্রেটারি মেসিনা লামিন, প্রচার সেক্রেটারি ডিলাং ইয়াংইয়ুং, সহ প্রচার সেক্রেটারি ভারত কুর্মি, শিক্ষা বিষয়ক সেক্রেটারি কর্ণ টুডু, ক্রীড়া বিষয়ক সেক্রেটারি উপেন ভূমিজ, সাংস্কৃতিক সেক্রেটারি সুমিতা হাসদা, মহিলা বিষয়ক সেক্রেটারি বাসন্তী কুর্মী, দপ্তর সেক্রেটারি প্রনতি নকরেক, সদস্য মিন্টু রেমা, কালিপ্রসাত সাঁওতাল, মুজিব সাংমা।

সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে জুড়ী মডেল একাডেমির সভাকক্ষে টিডব্লিউএ জুড়ী উপজেলা শাখার নবগঠিত কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নব ঘোষিত চেয়ারম্যান মাইকেল নংরুমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগীয় জ্যেষ্ঠ নেতা দানেশ সাংমা। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টিডব্লিউএ সিলেট সদর উপজেলা শাখার উপদেষ্টা এলিয়াস নকরেক, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমেদ রাসেল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, প্রেসক্লাবের সহ সভাপতি হারিস মোহাম্মদ প্রমুখ।  

এর আগে দুপুরে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোনিয়া সুলতানার সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা। এসময় ইউএনও সোনিয়া সুলতানা বলেন, বিভিন্ন সম্প্রদায়ের সমন্বয়ে এরকম একটি কমিটি গঠন করায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ক্ষুদ্র-নৃগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নসহ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

আইনিউজ/মাইকেল নংরুম/এসকেএস

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

মনে আছে অর্থমন্ত্রী সাইফুর রহমানের কথা? (ভিডিও) 

মৌলভীবাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা || Eye News || Moulvibazar News

ওজনে ডিজেল কম, ফিলিং স্টেশনকে চল্লিশ হাজার টাকা জরিমানা || Eye News || Moulvibazar || Filling Station

দুর্গা পূজা, দেবী বরণে প্রস্তুত শারদ প্রাঙ্গণ | Durgapuja | Moulvibazar

কৃষক হালচাষ করে, উৎসবে মেতে পেছনে পেছনে ঘুরে বেড়ায় ফিঙে পাখির দল | Drongo Birds | Farmer | Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়