Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৭ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি 

প্রকাশিত: ১৫:৩৭, ২২ মে ২০২৩

পণ্য বিক্রিতে অনিয়ম : মৌলভীবাজারে ২ প্রতিষ্ঠানকে জরিমানা 

দোকানে ভোক্তার অভিযান। ছবি- আই নিউজ

দোকানে ভোক্তার অভিযান। ছবি- আই নিউজ

মৌলভীবাজার সদর উপজেলায় দোকানে পণ্য সামগ্রী বিক্রিতে অনিয়মের অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

সোমবার (২২ মে) শহরের শমসেরনগর রোডস্থ টেক এওয়েক এবং আনন্দ বেকারীকে এই জরিমানা করা হয়। 

ভোক্তা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয় সূত্র বলছে- নিরাপদ খাদ্য এবং ন্যায্য দামে খাদ্য পণ্য প্রাপ্তি নিশ্চিতকরণে কাজ করছে  বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষেই আজ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। 

অভিযানে শমসেরনগর রোডসহ বিভিন্ন জায়গাতে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, বেকারীতে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় অভিযানে সহায়তা করে সদর মডেল থানার পুলিশ ফোর্স। 

অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করা সহ বিভিন্ন অনিয়মের দায়ে শমসেরনগর রোডে অবস্থিত টেইক এওয়েকে ৬ হাজার টাকা, আনন্দ বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।           

এ ব্যাপারে ভোক্তার মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম জানান, আজকের অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৬ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ