Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪২, ১৩ নভেম্বর ২০২৩
আপডেট: ১০:৪৫, ১৩ নভেম্বর ২০২৩

চলে গেলেন মৌলভীবাজারের সিনিয়র এডভোকেট কিশোরী পদ দেব শ্যামল

সিনিয়র এডভোকেট কিশোরী পদ দেব শ্যামল।

সিনিয়র এডভোকেট কিশোরী পদ দেব শ্যামল।

মুক্তিযুদ্ধকালীন সময়ের অন্যতম সংঘটক এবং মৌলভীবাজার আদালতের সিনিয়র এডভোকেট কিশোরী পদ দেব শ্যামল (৬৮) মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

গতকাল রোববার দিবাগত ১৩ নভেম্বর ১২টা ৫৩ মিনিটের দিকে শহরের লাইফ লাইন হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান কিশোরী পদ দেব শ্যামল। 

তাঁর পরিবারের একাধিক সদস্য আই নিউজকে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। 

আজ সোমবার (১৩ নভেম্বর) সকাল দশটার দিকে সৈয়ারপুরের শশ্মানঘাটে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। এতে মৌলভীবাজার আদালতের এডভোকেটসহ তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত আছেন। 

কিশোরী পদ দেব শ্যামল মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

কিশোরী পদ দেব শ্যামল মৌলভীবাজারে মুক্তিযুদ্ধকালীন সময়ে সক্রিয় অংশগ্রহণকারীদের মধ্যে অন্যতম। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি এ জেলার অন্যতম একজন সংগঠক ছিলেন। স্বাধীনতা পরবর্তী সময়ের আদালতে কাজের পাশাপাশি বিভিন্ন আন্দোলনে ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও জড়িত ছিলেন। তিনি বিভিন্ন আন্তর্জাতিক সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সেমিনারে অংশগ্রহণ করেছেন। 

তাঁর মৃত্যুতে মৌলভীবাজার শহর এবং জেলার বিশিষ্টজনেরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়