Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৬:১০, ৫ ডিসেম্বর ২০২৩

শমসেরনগরে বিমান বাহিনীর ৫১তম সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

মার্চ পাস্ট-এর মাধ্যমে দেয়া অভিবাদন গ্রহণ করেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান শেখ আব্দুল হান্নান। 

মার্চ পাস্ট-এর মাধ্যমে দেয়া অভিবাদন গ্রহণ করেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান শেখ আব্দুল হান্নান। 

মৌলভীবাজার জেলার শমসেরনগরে অবস্থিত রিক্রুটস ট্রেনিং স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর ৫১তম নব বিমানসেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৫ ডিসেম্বর) কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ এবং আকর্ষণীয় মার্চ পাস্ট-এর মাধ্যমে দেয়া অভিবাদন গ্রহণ করেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। 

এ কুচকাওয়াজের মধ্য দিয়ে আজ বাংলাদেশ বিমানবাহিনীতে ৩৫৯ জন পুরুষ ও ৩৯ জন নারী মিলে মোট ৩৯৮ জন রিক্রুটসের অন্তর্ভুক্তি ঘটে। 

ছবি- আই নিউজ 


কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় বিমান বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়ন করা হয়েছে। বিমান বাহিনীতে সংযোজন হয়েছে অত্যাধুনিক যুদ্ধ বিমান, পরিবহন বিমান, বিভিন্ন ধরনের হেলিকপ্টার, উচ্চ ক্ষমতাসম্পন্ন এয়ার ডিফেন্স র‍্যাডার, ক্ষেপণাস্ত্র এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়