নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২০:০৮, ৬ ফেব্রুয়ারি ২০২৪
মৌলভীবাজারে ৮ম জেলা কাব ক্যাম্পুরী উদ্বোধন, ৭০০ স্কাউটসের অংশগ্রহণ
কাব ক্যাম্পুরী ২০২৪ উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। ছবি- আই নিউজ
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে ৮ম জেলা কাব ক্যাম্পুরী ২০২৪। এতে অংশ নিয়েছেন প্রায় ৭০০ স্কাউটস সদস্য। ফিতা কেটে, রঙিন বেলুন উড়িয়ে পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়েছে। যেখানে জেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল থেকে এসেছে স্কাউটস শিক্ষার্থীদের ছোট ছোট দল।
আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় এ মহা-আয়োজনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস মৌলভীবাজার জেলা সভাপতি ড. উর্মি বিনতে সালাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মনজুর রহমান পি.পি.এম (বার), মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. খোরশেদ আলম, বাংলাদেশ স্কাউটস্ কমিশনার মহিউল ইসলাম মুমিত।
সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও ৮ম জেলা কাব ক্যাম্পুরী ২০২৪-এর সভাপতি আলহাজ্ব মিছবাহুর রহমান।স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা স্কাউটের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান।

অনুষ্ঠানের শুরুতেই স্কাউটস পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। শেষে বেলুন উড়িয়ে প্রথম দিনের আনুষ্ঠানিক সূচনা করেন অতিথিরা।
মৌলভীবাজার জেলা স্কাউটের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান আই নিউজকে বলেন- ‘ক্যাম্পুরীতে ১০০টি তাবু রয়েছে। এতে জেলার ৭টি উপজেলার ৬০টি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে চতুর্থ শ্রেণীরি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা রয়েছেন।
পাঁচদিনব্যাপী অনুষ্ঠানে বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে স্কাউট ওন। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন সারাদেশে প্রশংসা কুড়ানো সফল পৌর মেয়র আলহাজ্ব মো. ফজলুর রহমান।
এ ছাড়াও এদিন বিশেষ অতিথি থাকবেন, সৈয়দ মুনিম আহমদ রিমন, মো. খয়রুজ্জামান শ্যামল, মো. আব্দুল ওয়াহিদ।
সবশেষে আগামী বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে মহা তাঁবু জলসা। মহা তাঁবু জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী, মৌলভীবাজার-৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এম.পি।
বিশেষ অতিথি হিসেবে এদিন আরও উপস্থিত থাকবেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এমপি মোহাম্মদ জিল্লুর রহমান, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান পি.পি.এম (বার), মৌলভীবাজার স্কাউটস্ ব্যক্তিত্ব মুবিন আহমদ জায়গীদার প্রমুখ।
পরে আগামী ১০ ফেব্রুয়ারি সমাপণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে মৌলভীবাজারে আয়োজিত এবারের ৮ম জেলা কাব ক্যাম্পুরী ২০২৪। সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ স্কাউটস্ সিলেট অঞ্চল সভাপতি মো. মিছবাহুর রহমান।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























