Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

মো. কাওছার ইকবাল, শ্রীমঙ্গল

প্রকাশিত: ১৮:২৫, ৮ ফেব্রুয়ারি ২০২৪

শ্রীমঙ্গলে নিরাপত্তারক্ষীদের মাঝে শীতবস্ত্র ও সুরক্ষা বেল্ট বিতরণ

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে ১৫ জন নিরাপত্তারক্ষীদের মাঝে শীত সামগ্রী ও সুরক্ষা বেল্ট প্রদান করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ প্রশাসন। 

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে শ্রীমঙ্গল থানায় উপস্থিত থেকে নিরাপত্তারক্ষীদের মাঝে কম্বল ও সুরক্ষা বেল্ট প্রদান করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়।

গভীর রাতে শহরের মৌলভীবাজার রোড ও কলেজ রোডের নিরাপত্তার কাজে নিয়োজিত নৈশপ্রহরীদের মাঝে এসমস্ত শীতের কম্বল ও সুরক্ষা বেল্ট বিতরণ করা হয়েছে। 

কম্বল ও সুরক্ষা বেল্ট বিতরণ অনুষ্ঠানে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় বলেন, নিরাপত্তা কাজে নিয়োজিত ব্যক্তিরা যদি শীতে কষ্ট করেন, তাহলে তো তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে না। এলাকার নিরাপত্তা কাজে নিয়োজিত ব্যক্তিরাও একদিক দিয়ে আমাদের সহকর্মী। সেই দায়িত্ববোধ থেকেই শীতবস্ত্র ও সুরক্ষা বেল্ট বিতরণ করেছি। বাংলাদেশ পুলিশ জনগণের বন্ধু। শ্রীমঙ্গল পুলিশ প্রশাসম সবসময় জনগণের পাশে থেকে কাজ করবে।

এসময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত)  আমিনুল ইসলাম সেলিম সহ শ্রীমঙ্গল থানার কর্তব্যরত অফিসার বৃন্দ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়