Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১১:৫৭, ১০ এপ্রিল ২০২৪

মৌলভীবাজার টাউন ঈদগাহ মাঠে ঈদের জামাতের সময়সূচি 

মৌলভীবাজার পৌর টাউন ঈদগাহ। ফাইল ছবি

মৌলভীবাজার পৌর টাউন ঈদগাহ। ফাইল ছবি

মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ বাংলাদেশের আকাশে দেখা যায়নি। ফলে দেশে ঈদ উদযাপিত হবে আগামীকাল বৃহস্পতিবার। প্রতিবারের মতো এবারও মৌলভীবাজার টাউন ঈদগাহ মাঠে ঈদের নামাজের প্রস্তুতি সম্পন্ন করেছে মৌলভীবাজার পৌরসভা কতৃপক্ষ। 

মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান আই নিউজকে জানিয়েছেন, প্রতিবারের মতো এবারও টাউন ঈদগাহ মাঠে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে প্রথম জামাত শুরু হবে ঈদের দিন ভোর সাড়ে ছয়টায়। প্রথম জামাতে্র নামাজে ইমামতি করবেন মাওলানা শামসুল ইসলাম। 

মৌলভীবাজার টাউন ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের দ্বিতীয় জামাত শুরু হবে সকাল সাড়ে সাতটায় এবং সবশেষে ঈদের তৃতীয় জামাত শুরু হবে সকাল সাড়ে ৮টায়। 

ঈদের জামাত সুষ্ঠ ও সুন্দর পরিবেশে আদায়ের জন্য সকল প্রস্তুতি পৌরসভার পক্ষ থেকে রয়েছে বলে জানিয়েছেন পৌর মেয়র। জেলা প্রশাসন, পুলিশ প্রসাসনসহ সকলের সার্বিক সহযোগিতায় ঈদকে ঘিরে পৌর নাগরিকদের নিয়ে ঈদ উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। 

মৌলভীবাজার পৌরসভার মেয়র পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদের আনন্দ হোক সুখ, শান্তি, সমৃদ্ধির। এই আনন্দের দিনে সবাই যেন নিরাপদে ঈদ উদযাপন করতে পারবেন সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা হবে।

আই নিউজ/এইচএ  

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়