Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৫, ২৯ মে ২০২৪
আপডেট: ২১:১৭, ২৯ মে ২০২৪

কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী ইমতিয়াজ আহমেদ বুলবুল

কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী ইমতিয়াজ আহমেদ বুলবুল। 

কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী ইমতিয়াজ আহমেদ বুলবুল। 

শেষ হলো তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ। বেসরকারি ফলাফলে কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোটরসাইকেল প্রতীকের ইমতিয়াজ আহমেদ বুলবুল। 

ইমতিয়াজ আহমেদ বুলবুল কৃষি মন্ত্রী ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের ছোট ভাই। তিনি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি।

বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে শুরু হয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। পরে শুরু হয় ভোটগণনার কাজ। ভোটকেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বেসরকারি ফলাফলে অনেক অন্য দুই প্রার্থীর চেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে ইমতিয়াজ আহমেদ বুলবুল। এদিকে, কমলগঞ্জ উপজেলা পরিষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তার পক্ষের ভোটার, সমর্থকদের মধ্যে বইছে আনন্দের বন্যা। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট শেয়ার করে অভিনন্দন জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ বুলবুলকে। 

কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে এবছর চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী অংশ নিয়েছেন। এরমধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান আনারস প্রতীকের অধ্যাপক রফিকুর রহমান ও ঘোড়া প্রতীকের নারী চেয়ারম্যান প্রার্থী গীতা রানী কানু। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়