নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮:১৭, ৪ সেপ্টেম্বর ২০২৪
শ্রীমঙ্গলে সকিনা সিএনজি ফিলিং স্টেশন এর বিরুদ্ধে সংবাদ প্রচার: কর্তৃপক্ষের প্রতিবাদ
শ্রীমঙ্গল সকিনা সিএনজি রি-ফুয়েলিং অ্যান্ড ফিলিং স্টেশন। ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সকিনা সিএনজি ফিলিং স্টেশনের বিরুদ্ধে সংবাদ প্রচার হওয়ায় -এর প্রতিবাদ জানিয়ে ফিলিং স্টেশন এর কর্তৃপক্ষ সংবাদপত্রে প্রতিবাদ জানিয়েছেন।
জানা যায়, ২০০৮ সালে শ্রীমঙ্গল উপজেলার উত্তরসুর এলাকায় সকিনা সিএনজি রি-ফুয়েলিং অ্যান্ড ফিলিং স্টেশন গড়ে উঠে। যেখানে ঢাকা সিলেট হাইওয়ে এর পাশে হওয়াতে অত্র এলাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাতায়াতে প্রতিদিন তিন শতাধিক গাড়ি ও সিএনজি চালিত ত্রিহুইলার গাড়িতে গ্যাস নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করে থাকে। মূলত কানাডিয়ান কোম্পানি আইএমডব্লিউ এর মূল দায়িত্ব পালন করে, যাদের সমগ্র বাংলাদেশে ৭০ টির বেশি ফিলিং স্টেশন রক্ষণাবেক্ষণসহ রি- ফুয়েলিং এর কাজ করে যাচ্ছে। কাজ করছে পৃথিবীর বিভিন্ন দেশে।
কিন্ত সম্প্রতি শ্রীমঙ্গল উত্তরসুরস্থ সকিনা সিএনজি রি- ফুয়েলিং এ গ্যাস চুরিসহ নানা অনিয়ম নিয়ে সংবাদ প্রচারসহ বিভিন্ন অভিযোগ উঠে। এর বিপরীতে প্রতিষ্ঠানটির ম্যানেজার ঝুমন হাসান বলেন, ‘আমরা বিগত ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত সুনামের সহিত ব্যবসা করে আসছি। আমাদের পাম্পে তেল, গ্যাস, এলপিজি সহ মবিল আছে। জ্বালানী সকল প্রোডাক্ট বিক্রি করছি। আমাদের সাথে যুক্ত রয়েছে, র্যাব, থানা প্রশাসনসহ অন্যান্য প্রতিষ্ঠান। বেসরকারি কিছু প্রতিষ্ঠানও রয়েছে। আমরা এখন অব্দি কোন অভিযোগ পাইনি। বিগত ১০/১৫ দিন যাবত আমরা একটা অভিযোগ পাচ্ছি যে, আমাদের পাম্পে না কি তেল কম দেওয়া হয়, গ্যাস কম দেওয়া হয়। তবে আমরা কিন্তু লিখিত কোন অভিযোগ পাইনি। তারপরও আমরা আমাদের ডিপার্টমেন্টকে বলছি, আজকে আমাদের আইএমডব্লিউ কোম্পানি আসছে। আমাদের পাম্প ভিজিট করছে, এতে কোন ধরনের অনিয়ম পাইনি।’
তিনি আরো বলেন, ‘গত মাসের ২৮ এবং ২৯ তারিখ জালালাবাদ সিলেটের ভিজিটিং টিম আসছে আমাদের পাম্পে। ভিজিট করে, সব ধরনের সবকিছু দেখছে। দেখার পর তারা আমাদেরকে লিখিত দিয়েছে যে, কোন ধরনের অনিয়ম পায়নি, সবকিছুই ঠিকাছে। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি যে, যদি কোন অনিয়ম বা দূর্নীতি থাকে আমার পাম্পে। তাহলে আপনারা সরকারি ডিপার্টমেন্ট আছে, ভোক্তা অধিকার, বিএসটিআই রয়েছে, আপনারা তাদের কাছে অভিযোগ দেন? উনারা এসে যদি আমার পাম্পে চেক করুক, যদি কোন ধরনের অনিয়ম পায়, সরকারিকভাবে বা রাস্ট্রীয়ভাবে যে জরিমানা করবে তা আমরা মাথা পেতে নিব।’
আইএমডব্লিউ সিএনজির সিলেটের সার্ভিস ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেন, ‘সিলেটে আমাদের বেশ কয়েকটি সিএনজি পাম্প রয়েছে, তারমধ্যে সকিনা অন্যতমও। আশাকরি এই সিএনজি পাম্পে কোন দূর্নীতি-অনিয়ম হয়না। কারণ এই মেশিনগুলো সব রক্ষণাবেক্ষণ আমরাই করি। এই মেশিনের লিকেজ, যন্ত্রপাতি সবকিছু আমরাই পরিবর্তন করি। প্রতি সপ্তাহে একবার এসে আমরা দেখে যাই। এই পাম্পে অন্য কোন ইঞ্জিনিয়ার কাজ করে না, আমরাই যে কোন সমস্যা সমাধানে কাজ করি। আমাদের কোম্পানি হচ্ছে কানাডিয়ান কোম্পানি। এই কোম্পানির কম্প্রেসার বিশ্বের মধ্যে নামকরা।’
সকিনা পাম্প কর্তৃপক্ষ জানায়, ‘যদি কারো অভিযোগ থাকে তাহলে উনারা প্রশাসনে অভিযোগ দিতেই পারেন কিন্ত অভিযোগ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করা যাবে না।’
আই নিউজ/আরএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’