Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫,   আষাঢ় ১৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ২১:৩৪, ২১ অক্টোবর ২০২১

মৌলভীবাজারে একাধিক মামলার আসামি মাদক বিক্রেতা গ্রেফতার

মৌলভীবাজারে মাদক বিক্রেতা মো. জনি ফকিরকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। তিনি মাদকসহ একাধিক মামলার আসামি বলে জানা গেছে।

বুধবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার খলিলপুরের বাগারাই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করে সদর মডেল থানার শেরপুর ফাঁড়ি পুলিশ। তিনি বাগারাই গ্রামের আব্দুল মালিকের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর ফাঁড়ি পুলিশের এসআই ইফতেখার ইসলামের নেতৃত্বে সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মোশাহিদ কামাল ও সশস্ত্র একদল পুলিশ ফোর্স বাগারাই এলাকায় অভিযান পরিচালা করেন। অভিযানে সদর জনি ফকিরকে (২৮) গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে পুলিশ ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) ইফতেখার ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতার হওয়া জনি ফকিরের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আরেকটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

আইনিউজ/এসডি

স্বাদ এন্ড কোং মৌলভীবাজার চৌমুহনা শাখার সামনে প্রবাসীর গাড়িতে আগুন, বড় বিপদ থেকে রক্ষা

কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন রেখেছিল ইকবাল, সিসিটিভি ফুটেজে চিহ্নিত

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে মৌলভীবাজার আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়