Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১১, ৩০ মে ২০২৪

মৌলভীবাজারে সীমান্তিকের আন্তর্জাতিক নিরাপদ মাতৃত্ব দিবস পালন

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

‘হাসপাতালে সন্তান প্রসব করান, মা ও নবজাতকের জীবন বাঁচান’ এই প্রতিপাদ্যে মৌলভীবাজারের ৬টি উপজেলায় আন্তর্জাতিক নিরাপদ মাতৃত্ব দিবস পালন করেছে সীমান্তিক। 

দিবসটি উপলক্ষে গর্ভবতী মায়েদের গর্ভকালীন সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ সন্তান প্রসব নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সন্তান প্রসব সম্পর্কে উদ্বুদ্ধ করতে র‍্যালি, আলোচনা সভা ও গর্ভবতী মায়েদের ফ্রি মেডিকেল চেকআপ করা হয়। 

এসএমসি ও ইউএসএআইডি এর অর্থায়নে এমআইএসএইচডি প্রকল্পের আওতায় গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার (২৯-৩০ মে) দুইদিন ব্যাপী জেলার রাজনগর, কমলগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া, বড়লেখা ও জুড়ী উপজেলায় এসব কার্যক্রম চালায় বেসরকারি সংস্থা সীমান্তিক।

রাজনগর উপজেলায় র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ শাহরিয়ার মাহমুদ, কুলাউড়া উপজেলায় ছিলেন মেডিকেল অফিসার ডা. শারমিন ফারহানা জেরিন, সীমান্তিক মৌলভীবাজার জেলার ডিটিএল মো. রেজাউল ইসলাম।

এছাড়াও সীমান্তিকের সংশ্লিষ্ট উপজেলার সুপারভাইজার, কমিউনিটি মবিলাইজার এবং গোল্ডস্টার মেম্বারগণ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে মায়েদের সচেতনতা বাড়াতে গর্ভকালীন সময়ে কমপক্ষে চারটি চেকআপ করানো, প্রাতিষ্ঠানিক প্রসব করানো, মায়ের পর্যাপ্ত পরিমান পুষ্টিকর খাবার ও বিশ্রাম নিশ্চিত করতে বলা হয়। এছাড়াও শিশুদের শালদুধ খাওয়ানোর প্রয়োজনীয়তা, শিশু স্বাস্থ্য নিশ্চিত করণ, নিয়মিত টিকাদানসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়। শিশুর পরিপূর্ণ বিকাশে মায়েদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করা হয়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়