Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫,   আষাঢ় ১৯ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৯, ১৬ জুলাই ২০২১
আপডেট: ০৮:৩১, ১৭ জুলাই ২০২১

করোনা আক্রান্ত সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান মুকুট

নূরুল হুদা মুকুট

নূরুল হুদা মুকুট

সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল হুদা মুকুট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকার সিকদার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৬ জুলাই) বিকেলে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। পজিটিভ আসার পরপরই তিনি হাসপাতালে ভর্তি হন।

নূরুল হুদা মুকুটের ব্যক্তিগত সহকারী পাবেল আহমেদ বলেন, তিনি গত কয়েকদিন ধরে জ্বর-সর্দি-কাশিতে ভুগছিলেন। পরে তিনি করোনা পরীক্ষা করান। আজ তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

তিনি আরও জানান, তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন। তবে চিকিৎসকরা যদি পরামর্শ দেন তাহলে তিনি বাসায় আইসোলেশনে থাকবেন। সামান্য কাশি ছাড়া তার বড় ধরনের কোনো সমস্যা নেই। তিনি সুনামগঞ্জবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়