সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট: ১৪:২৪, ১১ ফেব্রুয়ারি ২০২২
মেম্বারের কলার চেপে ধরলেন সুনামগঞ্জের ইউএনও

সুনামগঞ্জ সদরের ইউএনও ইমরান শাহরীয়ার ও লাঞ্চিত হওয়া ইউপি মেম্বার নজরুল ইসলাম (ডানে)
ইউপি মেম্বারের কলার চেপে ধরলেন সুনামগঞ্জ সদরের ইউএনও। মারধর করলেন মেম্বারের ভাইকেও। এমন অভিযোগ ইউএনও ইমরান শাহরীয়ারের বিরুদ্ধে।
এ বিষয়ে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রি পরিষদে ন্যায় বিচারের আবেদন জানিয়েছেন লাঞ্ছিত হওয়া ইউপি মেম্বার নজরুল ইসলামের ভাই মকবুল হোসেন।
সুনামগঞ্জ সদর উপজেলার ভারত সীমান্তঘেষা জাহাঙ্গীরনগর ইউনিয়নের খায়েরগাও। গ্রামটিতে চলতি নদীর সাথে রয়েছে ধোপাজান নদী। আর সেই নদীতে হাইকোর্টের নির্দেশে বন্ধ থাকলেও অবৈধভাবে উত্তোলন হয় বালু ও পাথর।
ইউপি মেম্বার নজরুল ইসলাম ও তার ভাই মকবুল হোসেনের অভিযোগ- বুধবার (৯ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের অবৈধ জব্দকৃত বালু পাথর নিলামের আয়োজন করে। সেখানে স্থানীয় জনপ্রতিনিধির কলার চেপে ধরেন সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার। সাথে থাকা সার্ভেয়াররা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সুনামগঞ্জ ডলুরা শহীদ মিনার প্রাঙ্গনে এ ঘটনা ঘটে।
বিষয়টি স্থানীয় ব্যক্তি ও সে স্থানে সংবাদ কভারের দায়িত্বে থাকা সাংবাদিকদের বিষয়টি নিয়ে ইউএনও লেখালেখি না করার অনুরোধ করলে এ বিষয় নিয়ে আর কিছুই জানা যায় নি। তবে আইনিউজ কথা বলেছে লাঞ্চিত হওয়া প্যানেল মেম্বার নজরুল ইসলামের সাথে। একই সাথে মিলেছে ঘটনার দিন উপস্থিত থাকা স্বাক্ষীদেরও।
এসব অভিযোগে আজ মানববন্ধন করছেন জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজন।
ঘটনার বিস্তারিত তুলে ধরে জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের তিনবারের বিজয়ী সদস্য ও প্যানেল মেম্বার নজরুল ইসলাম নিজের ভাষায় বলেন, 'সমস্যা অকারণে হয়েছে। ভোলাগঞ্জে পাথর তোলা বন্ধ হওয়ায় ছয় মাস যাবত এসব বন্ধ। গত দুই-তিন আগে একজনের একটা নৌকা রঙ করিয়া রাখছি। তাইন তিন লাখটাকা জরিমানা করছেনন ইউএনও। আর ইকানো কিছু মাল আনলোডের মেশিন আছিল। এগুলাও জরিমানা করছে। যার মধ্যে আমার ভাইয়ের একটা মেশিনও আছিল। ইটাও জরিমানা করছে। কিন্তু বুধবার তাইন আবার আইছলা নিলামও।'
ইউপি মেম্বার বলেন-
'আওয়ার পথে খায়েরগাও ঘাটও ওই নৌকাগুলা বাধা অবস্থায় আছিল। অই সময় তাইন জিকাইয়া উঠছোইন এই নৌকাগুলা ইকানো কেনে। পরে আমার ভাই মকবুলে কইছিল যে স্যার নৌকা আমরা রাখতাম কই। আর আপনেতো এইগুলা জরিমানা করছোইন। অন্য কোন জায়গাত রাখলেতো চুরি অই যাইবো এই কথা কইতেই ইউএনও সাহেব আমার ভাইরে চড় মারছোইন।'
'আমি এই সময় বাজারও আমার দোকানও আছলাম। পরে হুনছি তারে লইয়া তাইন অকশনও গেছোইন ডলুরা শহীদ মিনারও। আমি ইকানো গিয়া দেখি মকবুল নিচে বইয়া রইছে। আমি গিয়া স্যারের লগে মাতরাম। এমন সময় আমার ছোট ভাই ভয় পাইয়া দিসে দৌড়। তার দৌড় দেয়ার পরে ইউএনও সাহেব আমারে লাঞ্চিত করছইন।'
ইউপি মেম্বার আইনিউজকে বলেন-
'শার্টের কলার চেপে ধরছইন। আর তান সাথে থাকা তফসিলদার ও সার্ভেয়ার আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। পরে কয়েকজন গিয়া আমার ভাইরে তুকাইয়া আনছে।'
তিনি আরও বলেন, আমার ভাই যদি কোন দোষ তাকে সেটির শাস্তি তাকে দেয়া হোক তার দোষ এর জন্য আমি কেন মার খাব আমি কেন শাস্তি পাব। আমাকে যেভাবে লাঞ্চিত করা হইছে তার স্বাক্ষী আছে ইউনিয়নের চেয়ারম্যান মেম্বাররা।
তার কথা সূত্র ধরে জাহাঙ্গীরনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মালেক বলেন, ঘটনাটা অইছে তারা একটা পাবলিক ধরিয়া লইয়া আইছে পরে লোকটা দৌড় দিসে আর দৌড় দেয়ার ইউএনও আর তার সাথে লোকেরা মেম্বার খুব বেজ্জতি করছে শার্টের কলারও ধরিয়া খারাপ আচরণ করছে, ইকানো কয়েশত মানুষ ও সাংবাদিকরা ছিলেন তাঁরা দেখছে সবতা।
- আরও পড়ুন- রেললাইন যাবে সুনামগঞ্জ জেলা সদরে
মহিলা মেম্বার পেয়ারা বেগম বলেন, আমি ঘটনার সময় আছলাম তারা তর্ক বিতর্ক করিয়া ইউএনও সাহেব মেম্বার সাহেবের কলারও ধরছে। আমরা ইটার নিন্দা জানাই।
অন্যদিকে ঘটনার বিস্তারিত বলতে চান না জাহাঙ্গীরনগর ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ। বিভিন্নভাবে কথা ঘোরানোর চেষ্টা করলেও এক পর্যায়ে স্বীকার করেন তিনি বলেন, একটা সমস্যা অইছিল ঝামেলা অইছে কিন্তু ইটাতো পরে মিটমাট করিয়া দেয়া অইগেছে, এর বেশি কিচ্ছু ভাই আমি কইতে পারতাম না।
এ ঘটনার ব্যাপারে জানতে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের সাথে সরাসরি দেখা করে কথা বললে পুরো ঘটনাটি অস্বীকার করেন তিনি।
অভিযোগের বিষয়ে ইউএনও বলেন, আমি ইউএনও হয়ে কেন মেম্বারের কলারে ধরবো? আমি কাজে গেছি কাজ করে আসছি। এমন কোনও ভেজালই হয়নি, এগুলো মিথ্যা।
- আরও পড়ুন- তাহিরপুরের সাত ইউনিয়নেই নৌকার ভরাডুবি
আইনিউজ/এমআর/এসডি
হঠাৎ ট্রাকের নিচে মোটরসাইকেল আরোহী
এক হাটে বাজার করবে বাংলাদেশ ও ভারতের মানুষ
মাসজুড়ে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২২
পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার