Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২২ আগস্ট ২০২৫,   ভাদ্র ৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৭, ২১ জুন ২০২২
আপডেট: ১৭:১০, ২১ জুন ২০২২

সড়কে আটকে গেলো ব্যারিস্টার সুমনের ত্রাণের ট্রাক

ত্রাণের ট্রাকে নিয়ে পথে আটকে আছেন ব্যারিস্টার সুমন

ত্রাণের ট্রাকে নিয়ে পথে আটকে আছেন ব্যারিস্টার সুমন


সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় ব্যক্তিত্ব ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ত্রাণের ট্রাক পথে আটকে গেছে। মঙ্গলবার (২১ জুন) বিকেল ৩ টা ৫৩ মিনিটে ফেসবুক লাইভে এসে তিনি এ তথ্য জানান।ব্যারিস্টার সুমন জানান- তিনি ট্রাকে করে বন্যাদুর্গত মানুষের জন্য খাদ্যসামগ্রী নিয়ে সুনামগঞ্জ যাচ্ছিলেন।

পথে সিলেট ও সুনামগঞ্জের মাঝখানে ঝাউয়াবাজারে আটকে যায় ত্রাণবাহী ট্রাক। এসময় দেখা যায় পাশেই আটকে আছে আরেকটি ট্রাক। সেই ট্রাকের শ্রমিকরা জানান- চারপাঁচদিন ধরে তাদের ট্রাক আটকে আছে। কেউ তাদের খুঁজ নেয়নি। শুধু সেনাবাহিনীর সদস্যরা দেখে গেছেন। ব্যারিস্টার সুমনের ভিডিও লাইভে দেখা যায়- সড়কে পানির স্রোত।

সড়ক পথেই চলছে নৌকা। এ অবস্থায় আবারো সুনামগঞ্জের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে বলে জানান ব্যারিস্টার সুমন। তিনি সড়কের এই বেহাল দশা এবং সংস্কার উদ্যোগ না নেওয়ায় জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর- এলজিইডি, সড়ক ও জনপথ (সওজ) প্রভৃতি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলোকে দোষারোপ করেন।   

উল্লেখ্য- সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন দুই দিনের ব্যবধানে মোট ৯৭ লাখ টাকা সংগ্রহ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আহ্বানের পর দেশ-বিদেশ থেকে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মাধ্যমে তার কাছে এই টাকা পাঠিয়েছেন। মঙ্গলবার (২১ জুন) বেলা ২টা ৩ মিনিটে ব্যারিস্টার সুমন ফেসবুক লাইভে এসে এ তথ্য জানান। তিনি বলেন, দুই দিনের ব্যবধানে ৯৭ লাখ টাকা সংগ্রহ বিরল ঘটনা। এর মাধ্যমে দেশের প্রতি মানুষের ভালোবাসা প্রতিফলিত হয়েছে।

আইনিউজ/এসিটি

নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন সিলেটবাসী | Sylhet Flood || Eye News

মৌলভীবাজারে বন্যা, জলমগ্ন টিবি হাসপাতাল রোড

Sylhet-Sunamganj Flood | ঘরে থৈ-থৈ পানি, নেই খাবার পানি, বিদ্যুৎ নেই, নেটওয়ার্ক নেই | Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ