Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩২, ২৭ অক্টোবর ২০২২

দাবি না মানলে ছাতকে অনির্দিষ্টকালের নৌ-পথ অবরোধের ঘোষণা

দাবি না মানলে ৩০ অক্টোবর থেকে নৌ-পথ অবরোধের ঘোষণা দিয়েছেন স্থানীয় নেতারা

দাবি না মানলে ৩০ অক্টোবর থেকে নৌ-পথ অবরোধের ঘোষণা দিয়েছেন স্থানীয় নেতারা

সুনামগঞ্জের ছাতক উপজেলায় লাফার্জ হোলসিম সিমেন্ট কারখানায় ক্রাশিং চুনাপাথর উৎপাদন ও খোলাবাজারে বিক্রির প্রতিবাদে অর্ধবেলা হরতাল ও সকাল-সন্ধ্যা নৌ-পথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। আগামী ২৯ অক্টোবরের মধ্যে দাবি না মানলে ৩০ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের নৌ-পথ অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে কর্মসূচি শেষে।

গতকাল বুধবার (২৬ অক্টোবর) ছাতকে সকাল ৬ টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল চলাকালে কাঁচামালের দোকান ও ফার্মেসী ছাড়া সব ধরনের দোকানপাট ও বিপনীবিতান বন্ধ ছিল। দেখা যায়নি কোন ধরনের যানবাহন চলাচল করতে। সকাল থেকেই বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ রাজপথের পয়েন্টে-পয়েন্টে পিকেটিং করতে দেখা গেছে।

সকাল ১০টার দিকে শহরের শহিদ মিনার চত্ত্বরে টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। ছাতকের বিভিন্ন পয়েন্টে ব্যবসায়ীরা খন্ড-খন্ড মিছিল করেছেন, বাঁশ ফেলে সড়ক অবরোধ করার চেষ্টা করা হয়।

নদী পথে অবরোধ চলাকালীন সময়ে সুরমা নদীতে কোন ধরনের নৌ-যান চলাচল করতে দেখা যায়নি। পণ্য লোডিং ও আন লোডিং বন্ধ ছিল সর্বদা ব্যস্ত লাফার্জ ঘাটেও।

ছাতক লাইমস্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়াস গ্রুপের প্রেসিডেন্ট ও ছাতক ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী বলেছেন, অবৈধভাবে ক্রাশিং চুনাপাথর উৎপাদন ও খোলাবাজারে বিক্রি বন্ধ না হওয়া পর্যন্ত লাফার্জ হোলসিমের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে।

আগামী ২৯ অক্টোবরের মধ্যে লাফার্জ হোলসিম তার অবৈধ কার্যক্রম ক্রাশিং চুনাপাথর উৎপাদন এবং খোলাবাজারে বিক্রি স্থায়ীভাবে বন্ধ না করলে আগামী ৩০ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য নৌ-পথ অবরোধের ঘোষণা করেন তিনি।

এদিন পথ সভায় ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব আবুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, ব্যবসায়ী সৈয়দ আহমদ, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলু মিয়া চৌধুরী, লাইমস্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের জেনারেল সেক্রেটারী অরুন দাস, ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সেক্রেটারী সামছু মিয়া, ব্যবসায়ী আব্দুল হাই আজাদ,মাওলানা আকিক হুসাইন, আলী আমজদ, সুজন মিয়া, মিলন সিংহ, বাবুল মিয়া, প্রভাষক ফখর উদ্দিন স্বপন, ইউপি সদস্য শফিক আলী, কামরুজ্জামান কামরুল প্রমুখ।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়