Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:০৩, ৬ জানুয়ারি ২০২৪

চলে গেলেন নন্দিত কর্মকর্তা এডিসি জ্যোতির্ময় সরকার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জ্যোতির্ময় সরকার। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জ্যোতির্ময় সরকার। 

সাধারণ মানুষসহ নিজ কর্মক্ষেত্রে অন্য পুলিশ সদস্যদের কাছে অনেকটাই নন্দিত একজন মানুষ ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জ্যোতির্ময় সরকার। 

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এই কর্মকর্তা। তাঁর এমন অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পুলিশ বিভাগ ও তাঁর জন্মভূমি সিলেটের সুনামগঞ্জে। 

ডিএমপির মিডিয়া উইংয়ের এডিসি কে এন রায় নিয়তি গণমাধ্যমকে এডিসি জ্যোতির্ময় সরকারের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

কে এন রায় জানান, সন্ধ্যায় এডিসি জ্যোতির্ময় সরকার অসুস্থ বোধ করেন। পরে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যান তার বডিগার্ড। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে হৃদরোগে তিনি মারা গেছেন। 

জ্যোতির্ময় সরকার ২০১২ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। সর্বশেষ এডিসি ট্রান্সপোর্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএস পুলিশ ক্যাডারের ৩০তম ব্যাচের কর্মকর্তা। ১৯৮২ সালের ২৭ ডিসেম্বর তিনি সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন।

এডিসি জ্যোতির্ময় সরকারের মৃত্যুর পর তাঁর সম্পর্কে একজন পুলিশ সদস্য ফেসবুকে লিখেছেন-  একজন মানুষ একই সাথে সৎ, কর্মঠ, দক্ষ, সাহসী, পরোপকারী হতে পারেনা। জোতির্ময় স্যার একই সাথে সবগুলো গুণের অধিকারী ছিলেন। তাঁর মৃত্যু প্রমাণ করে ঈশ্বর চান না ভালো মানুষ বেঁচে থাক। 

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়