নিজস্ব প্রতিনিধি
পুলিশ পরিচয়ে ছিনতাই, যুবলীগ নেতা আটক

রাহাত খান রুবেল (৩২)
সিরাজগঞ্জের তাড়াশে “পুলিশ পরিচয়ে” ছিনতাইকালে রাহাত খান রুবেল (৩২) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ আগস্ট) সন্ধ্যার দিকে ৯৯৯-এ ফোন পেয়ে উপজেলার বারুহাসের বেরখারি এলাকা থেকে তাকে আটক করা হয়।
রুবেল উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক এবং তাড়াশ পৌরসভার খান পাড়া মহল্লার বাসিন্দা।
জানা যায়, সন্ধ্যায় তিন কিশোর মোটরসাইকেলযোগে যাচ্ছিল। এ সময় সড়কে মোটরসাইকেল থামিয়ে নিজেকে তাড়াশ থানার উপপরিদর্শক হিসেবে পরিচয় দেন রুবেল। তিনি বলেন, “আমি এসআই রুবেল, তোমাদের কাছে মাদক আছে, হয় আমার সঙ্গে থানায় চলো নয়তো টাকা দাও।” এই কথা বলেই মোটরসাইকেলের চাবি নিয়ে নেন। এ সময় তার সঙ্গে আরেকজন ছিলেন।
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নাটোরের সিংড়া থেকে তাড়াশের দেশিগ্রাম ইউনিয়নের গুড়পিপুল গ্রামে বিয়ের দাওয়াতে আসা তিন কিশোর সন্ধ্যার পরে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় আঞ্চলিক সড়কের বেরখারি এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেল থামান রুবেল। নিজেকে তাড়াশ থানার উপপরিদর্শক পরিচয় দিয়ে ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেল আরোহীরা কাছে টাকা নেই জানিয়ে “বাড়িতে ফোন” দেওয়ার নাম করে ৯৯৯-এ কল করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে এবং রুবেলকে আটক করে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তাড়াশ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হোসেন আলী রুবেল বলেন, “উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রুবেলের বিষয়টি আমি একাধিক ব্যক্তির মুখে শুনেছি। এ নিয়ে আমি নিজেও কথা বলার জন্য সভাপতি ও সাধারণ সম্পাদককে ফোন দিয়েছিলাম। কিন্তু তারা কেউই আমার ফোন ধরেননি।”
আইনিউজ/এসডি
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- দেশে লাল কাঁঠাল চাষে ব্যাপক সম্ভাবনা
- রোজার মধ্যে চার তলায় না উঠায় ফুডপান্ডা রাইডারকে মারধর
- পাখির বাসায় বিষাক্ত সাপ, হাত দিয়ে প্রাণ হারালো শিশু
- বাংলাদেশের বুকে ভয়ঙ্কর যত ঘূর্ণিঝড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসছে টনের টন প্লাস্টিক ও ই-বর্জ্য
- বিশ্ববিদ্যালয় পড়ুয়া চার তরুণ উদ্যোক্তার হাত ধরে চাটগাঁ এক্সপ্রেস
- ভিন্ন ধর্মের হয়েও রোজাদারদের দ্বারে ইফতার নিয়ে ছাত্রলীগ নেত্রী
- দারিদ্র্যতায় ফিকে হয়ে যাওয়া শিশুদের স্বপ্ন দেখাচ্ছেন তারা