বড়লেখা প্রতিনিধি
আপডেট: ১৩:০৭, ১ আগস্ট ২০২০
বাড়িতে ঈদ করতে গিয়ে সাপের ছোবলে যুবকে মৃত্যু

মৌলভীবাজারে ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের ছোবলে যুবকের মৃত্যু
রাতে তিনি একা ঘরের মেঝেতে ঘুমান। শুক্রবার (৩১ জুলাই) বিকেল চারটা পর্যন্ত তাঁর কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। পরে প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মেঝেতে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। তাঁর কোমরের পাশে সাপে কাটার দাগ রয়েছে।
হাকালুকি হাওর ও পাহাড় অধ্যুষিত মৌলভীবাজারের বড়লেখায় ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের ছোবলে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার বর্ণি ইউনিয়নের আহমদপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত যুবকের নাম মো. সাইফুর রহমান (২৭)। শুক্রবার রাতে পুলিশ তার লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতের যেকোনো এক সময় ঘুমন্ত অবস্থায় বিষাক্ত কোনো সাপ তাকে ছোবল মেরেছে। নিহত সাইফুর রহমান বর্ণি ইউনিয়নের আহমদপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে। তিনি সিলেট পলিটেকনিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুর রহমান পরিবারের সাথে সিলেটে থাকেন। ঈদ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ জুলাই) তিনি বাড়িতে যান। রাতে তিনি একা ঘরের মেঝেতে ঘুমান। শুক্রবার (৩১ জুলাই) বিকেল চারটা পর্যন্ত তাঁর কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। পরে প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মেঝেতে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। তাঁর কোমরের পাশে সাপে কাটার দাগ রয়েছে। স্থানীয়ভাবে খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ শুক্রবার রাতে বলেন, প্রাথমিকভাবে সাপের ছোবলে তাঁর মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে।
উল্লেখ্য- হাকালুকি হাওর ও পাহাড় অধ্যুষিত এলাকা বড়লেখা উপজেলা। বড়লেখার পাশ ঘেষেই বিশ্বের বৃহৎ হাওর হাকালুকি। আশেপাশেই মাধবছড়াসহ অসংখ্য পাহাড়, বন ও চ-বাগান। সাম্প্রতিক বর্ষার পানিতে সাপের উপদ্রুব বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
আইনিউজ/এইচকে
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`