Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৩ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:০০, ১৭ ডিসেম্বর ২০২৩

বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডে হারল বাংলাদেশ 

আজ ব্যাট হাতে ব্যর্থ ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি- ক্রিকইনফো

আজ ব্যাট হাতে ব্যর্থ ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি- ক্রিকইনফো

নিউজিল্যান্ডের বিপক্ষে তাঁদের মাটিতে কখনোই ওয়ানডে ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। আজ বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডে ম্যাচে জয়ের কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত হারই বরণ করল বাংলাদেশ। ৪৪ রানে কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডে হেরেছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। 

রোববার (১৭ ডিসেম্বর) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওভারের দৈর্ঘ্য কমানো হয় তিনবার। ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে নির্ধারিত ৩০ ওভারে সাত উইকেটে ২৩৯ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ডি/এল মেথডে ২৪৫ রানের লক্ষ্যের জবাবে ২০০ রানে থামে বাংলাদেশ।

দিনের শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্ত। প্রথম ওভারেই ২ উইকেট শিকার করে তার সিদ্ধান্ত যেন সঠিক প্রমাণ করেছিলেন পেসার শরিফুল ইসলাম।

শরিফুলের দারুণ বোলিংয়ে এদিন রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন রাচিন রবীন্দ্র ও হেনরি নিকোলস। পরের গল্পটা অবশ্য শুধুই টম লাথাম আর উইল ইয়ংয়ের। এ দুই ব্যাটারের পাল্টা আক্রমণে ম্যাচ নিজেদের দিকে নেয় কিউইরা।

তৃতীয় উইকেটে ১৭১ রান যোগ করেন লাথাম ও ইয়ং। দুজনই ছিলেন সেঞ্চুরির পথে। তবে ৯২ রানে মেহেদী মিরাজের বলে বোল্ড হয়ে হতাশ হন লাথাম। অবশ্য সঙ্গী না পারলেও ঠিকই তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ইয়ং।

কিন্তু, বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলে ফেরা সৌম্য সরকার ফেরেন রানের খাতা খোলার আগেই। তখন থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ১৫, লিটন দাস ২২ ও মুশফিকুর রহিম ৪ রানে আউট হন।

দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন এনামুল হক বিজয়। তিনি ফেরেন ৪৩ রানে। মাঝে ষষ্ঠ উইকেটে ৫৬ রানের জুটিতে প্রতিরোধ গড়ে তুলেছিলেন তাওহীদ হৃদয় ও আফিফ হোসেন। তবে কেউই ইনিংস শেষ করতে পারেননি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ