আই নিউজ প্রতিবেদক
আপডেট: ১৩:২৮, ২০ ডিসেম্বর ২০২৩
সিলেটে প্রধানমন্ত্রী, পৌঁছেই গেলেন মাজার জিয়ারতে
ছবি- সংগৃহীত
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জনসভায় যোগ দিতে সিলেটে পৌঁছেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১১টা ৩৫ মিনিটে তিনি বাংলাদেশ বিমানের বিজি ৬০১ ফ্লাইটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল (র.) এবং হযরত শাহ পরান (র) এর মাজার জিয়ারত করে সিলেট সফর শুরু করেন।
এদিকে আওয়ামী লীগের সভানেত্রীকে বরণ করে নিতে পুরোপুরি প্রস্তুতি সেরেছেন সিলেটের আওয়ামী লীগ নেতারা। সিলেট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সড়ক সাজানো হয়েছে নতুন সজ্জায়।
বিশেষ করে নগরীর রিকাবীবাজার, চৌহাট্টা, রিকাবিবাজার, লামাবাজার, সুরমা পয়েন্ট, তালতলা, দরগাহ গেট, আম্বরখানা, বিমানবন্দর সড়ক সংস্কার করা হয়েছে। লাগানো হয়েছে নানা জাতের ফুলের গাছ।
বিমানবন্দরে নেমে প্রধানমন্ত্রী বলছেন, এই সিলেটে এখন আর ভূমিহীন মানুষ নেই। আওয়ামী লীগ সরকার সবসময়ই মানুষের উন্নয়নে কাজ করে।
প্রতিবারের মতো এবারও সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই উপলক্ষ্যে আজ বিকেলে জেলার আলিয়া মাদরাসা মাঠের জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের