Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫,   আষাঢ় ২৫ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:১৮, ১৬ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৩:৩৯, ১৬ সেপ্টেম্বর ২০২০

সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে হত্যা করতে চেয়েছিলেন ট্রাম্প!

ইরানি জেনারেল কাসেম বিন সুলাইমানির মতো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকেও হত্যা করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাশারকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন বলে নিজেই স্বীকার করেছেন ট্রাম্প। সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের বিরোধিতায় এ পরিকল্পনা তিনি কার্যকর করতে পারেননি বলেও জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের নিয়মিত অনুষ্ঠান ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-এ অংশ নিয়ে এ বিস্ফোরক তথ্য দেন ট্রাম্প। অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি চাইলে তাকে (আসাদ) সরিয়ে দিতে পারতাম, ম্যাটিস এর বিরুদ্ধে ছিলেন। ম্যাটিস বেশিরভাগ বিষয়েরই বিরুদ্ধে ছিলেন… তিনি জানেন না কীভাবে জিততে হয়।’

সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস দেশটির সাবেক মেরিন জেনারেল ছিলেন। তিনি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালনকালে ট্রাম্পের নানা খামখেয়ালি কর্মকাণ্ডের বিরোধিতা করায় ট্রাম্পের সঙ্গে তার মতবিরোধ সৃষ্টি হয়। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া, সিরিয়া ও আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার, জলবায়ু পরিবর্তন রোধে অর্থবরাদ্দ কমিয়ে দেওয়ার মতো বিভিন্ন বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ম্যাটিসের মতবিরোধ দেখা দেয়। শেষ পর্যন্ত ২০১৮ সালের ২০ ডিসেম্বর মন্ত্রিত্ব থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। তবে সে সময় ট্রাম্প দাবি করেছিলেন, ম্যাটিস পদত্যাগ করেননি, তাকে তিনি বরখাস্ত করেছেন।

আইনিউজ/লাভলু

অনুষ্ঠানে ম্যাটিস সম্পর্কে ট্রাম্প বলেন, ‘এ সাবেক জেনারেল একজন মহান আমেরিকান, তিনি দেশকে অনেক দিয়েছেন। আমি বলব না তিনি ভালো বা খারাপ আমেরিকান। আমি শুধু বলছি, তিনি কাজ ভালো করেননি, তাই তাকে যেতে দিয়েছি।’

আইনিউজ/লাভলু


 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়