Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৫, ৭ মে ২০২১
আপডেট: ১৬:২১, ৭ মে ২০২১

প্রাণ ডেইরি’র খামারীদের ঋণ দিচ্ছে অগ্রণী ব্যাংক

কৃষকদের কাছ থেকে দুধ সংগ্রহ করে তা প্রক্রিয়াজাতকরণ ও দুগ্ধজাত পণ্য ভোক্তা পর্যায়ে পৌঁছে দিতে প্রাণ ডেইরি লিমিটেডের সাপ্লাই চেইনে ঋণ প্রদান করছে অগ্রণী ব্যাংক লিমিটেড।

গত ২ মে ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখ্‌ত। রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী ব্যাংক প্রথম সাপ্লাই চেইনে অর্থায়ন করলো।

অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাণ আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী। ড. জায়েদ বখ্‌ত কৃষকদের কাছ থেকে দুধ সংগ্রহের কার্যক্রম সরাসরি লাইভে দেখে ভূয়সী প্রশংসা করেন।

দেশে দুধের চাহিদা ও পুষ্টির অভাবজনিত চাহিদা মেটাতে এরকম অর্থায়ন বড় ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন মোহম্মদ শামস্-উল ইসলাম।

অনুষ্ঠানে উজমা চৌধুরী প্রাণ ডেইরি’র ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন বিষয়ের একটি স্লাইড প্রদর্শনী উপস্থাপনা করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়